
রবিবার সকালে শপিংয়ে গেলে শপে একজন খুব বলছে যে কালকে ঈদ হবে। পরিচিত দোকান। আমি তারে বললাম ভাই অমাবস্যা গিয়ে প্রতিপদ শুরু হয়েছে আজকে ভোরে সম্ভবত। কোনো অলৌকিক অসম্ভব বিষয় ছাড়া আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা নেই। কালকে দ্বিতীয়া, চাঁদ উঠবে। মঙ্গলবার ঈদ। উনি একবার আমার মুখের দিকে একবার আমার হাতের শাঁখার দিকে অদ্ভুতভাবে তাকালেন। আমি আর সেই দৃষ্টি দেখে তিথির ব্যাখ্যায় গেলাম না কোনো।
একখান পঞ্জিকা কেনেন আপানারা, পিলিজ লাগে। ইহুদী নাসারাদের ফেসবুক দরকারে ইউজ করা গেলে হিন্দুয়ানী পঞ্জিকাও করা যায়।
যাই হোক ঈদের সবচে সুন্দর দৃশ্য হলো ঈদের শপিং। আমি খেয়াল করে করে শপিং করা দেখছিলাম। ভিড়টারে ইগনোর করে আমি খেয়াল করে দেখলাম। যার যেমন সামর্থ সে তার সর্বোচ্চ দিয়ে প্রিয়জনের জন্য কিনছে। এক বাবা দেখলাম ফুটপাত থেকে একটা প্যান্ট নিয়ে দোকানদারকে বয়স বলে বললেন আমার মেয়ের লাগবে তো? শালা আমি শুনেই ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, হিন্দু এবং অন্য ধর্মের মানুষের উৎসব নিয়ে যাদের সমস্যা নেই শুধুমাত্র তাদেরকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
পুস্পিতা আনন্দিতা, নিউইয়র্ক।
২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
’ঈদ মোবারক’
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা রইল চিরন্তন।
রোকসানা খন্দকার রুকু
করোনার কারণে এবারে মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা করেছে। আনন্দও অনেক করছে। রাস্তায় মানুষের ঢল!!
পন্জিকা বাবা বেচে থাকতে বাসায় ছিল। এটা আসলেই আমাদের রাখা দরকার।।।