ইচ্ছামতী@ এজহারুল এইচ শেখ
তোমার চোখের উপর আমার চোখ!
মাপলে রাইট এঙ্গেল!থিটা বাড়াইনি!তুমিও না!
পাথর স্থির!তুমি ও!আমি ও!
মাঝখান দিয়ে বয়ে চলে,ইচ্ছামতী নদী!
ষাড়াষাড়ির বান!বয়ে চলে খরস্রোত! উচ্চগতি!
বয়ে চোলে কত বিরল প্রজাতি!
লিংকফিস!পাথর স্থির!আমি ও!
দিনে এখন শতবার কূল ভাঙে! হাহাকার!কান্না! লাশের পর লাশ!বয়ে চলে!
এখনও!ভাসে! তোমার আমার অকালের শশ্মানের কাঠ!ঘাস!
বয়ে চলে স্থাবর আমি!তুমি পাথর!প্লাবন চিহ্ন ইতিহাসের আজ ও রাজসাক্ষী!
@ বাড়ি,
তারিখ-০৮/০১/১৩
সময়-৯ঃ২৯ সকাল
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক সুন্দর হয়েছে কবিতা ।
প্রজন্ম ৭১
এখনও!ভাসে! তোমার আমার অকালের শশ্মানের কাঠ!ঘাস! ………… সুন্দর
এই মেঘ এই রোদ্দুর
অনেক সুন্দর
জবরুল আলম সুমন
সুন্দর কবিতা।