এমন এমন একটা মুহুর্ত আসে যখন মনে হয় যা চাই তাই যেন হয়, হোক তা মিরাকল! হোক তা প্রিয় কিছুর বিনিময়েও বা হোক কোন নতুন শপথে, কিন্তু সে সময়টা বিধাতা কোন কথাই শোনেন না। তখন তিনি কোন প্রার্থনা কবুল করেন না, তিনি তার মত কাজ করেন। তিনি তখন সবচে বড় নিষ্ঠুর হন। মাঝে মাঝে মনে হয় তিনি কি সত্যি আছেন? নাকি মানুষ নিজেদের মনকে শান্তনা দেওয়ার জন্যই এই ধর্ম সৃষ্টি করেছে! তিনি যদি থেকেই থাকেন তবে কেন এত কষ্ট দেন? কেন তিনি পুতুল খেলার মত আমাদের নিয়ে খেলছেন? আর আমরাই বা কেন তার খেলার পুতুল হলাম? তারপরও অন্ধবিশ্বাসে নামাজ পড়ি। বাবা ও ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করি, তাদের জন্য দোয়া করি।
রাশায়াত রহমান জিকো ভাইয়ের গত কয়েকদিনের স্ট্যাটাসগুলো দেখলে যে কারো খুব কস্ট পাওয়ার কথা। তার আকুতি মিনতি বিধাতা শুনেননি। তার মা-কে নিয়ে গেছেন। 🙁 জিকো ভাইর আম্মার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন।
৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বিধাতার নিজস্ব নিয়মে বন্দি আমরা , মেনে নেই কী না তাতে তাঁর কিছুই আসে যায় না ।
আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুন ।
জিসান শা ইকরাম
মিরাকল বলে কিছু আছে কি নেই , তা অবশ্য ভাবিনা আমি ।
তবে সৃষ্টি কর্তায় বিশ্বাসী একজন মানুষ আমি ।
জিকো ভাইর আম্মার রুহের মাগফেরাত কামনা করছি।
আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন।
লীলাবতী
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
খসড়া
আল্লাহ সকল কে শান্তি দিন। আর তাকে জান্নাতবাসী করুন।