আরো একটি বছর গত হলো
ঝুলে গেলো ইতিহাসঃ
রাজাকারের হলো ফাসি
বিশ্বজিৎ হলো লাশ!
একটি বছর গত হলো
প্রেমিক প্রেমিকার কুফায় পার
বছর টি ব্রেকের ছিলো
জোড় কন্ঠের দাবীদার।
আরো একটি বছর গত হলো,
বালক হলো দেবদাস
একটি বছর গত হলো
স্বপ্নকন্যা খেলো বাশ!
একটি বছর গত হলো
রোমান্স আর উপন্যাস,
রুবেল বাবা মজা নিলো
হ্যাপি আফার সর্বনাশ।
৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আরো একটি বছর গত হলো
ঝুলে গেলো ইতিহাসঃ
রাজাকারের হলো ফাসি
বিশ্বজিৎ হলো লাশ! -{@ ভাল লাগল চমৎকার অনুভূতি (y)
হৃদয়ের স্পন্দন
শুভ কামনা জানবেন ভাইজান
লীলাবতী
শুভ নববর্ষ -{@
হৃদয়ের স্পন্দন
শুভ নববর্ষ -{@
থার্ড পার্সন পুরাল
নতুন বছরের শুভেচ্ছা ।
হৃদয়ের স্পন্দন
আপনাকেও
সঞ্জয় কুমার
সরল ছন্দে দারুন মিল । শুভ নববর্ষ ।