আরো একটি বছর

হৃদয়ের স্পন্দন ১ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০১:০২:৪৬অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

আরো একটি বছর গত হলো
ঝুলে গেলো ইতিহাসঃ
রাজাকারের হলো ফাসি
বিশ্বজিৎ হলো লাশ!
একটি বছর গত হলো
প্রেমিক প্রেমিকার কুফায় পার
বছর টি ব্রেকের ছিলো
জোড় কন্ঠের দাবীদার।
আরো একটি বছর গত হলো,
বালক হলো দেবদাস
একটি বছর গত হলো
স্বপ্নকন্যা খেলো বাশ!
একটি বছর গত হলো
রোমান্স আর উপন্যাস,
রুবেল বাবা মজা নিলো
হ্যাপি আফার সর্বনাশ।

১জন ১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ