আয়না কখনো মিথ্যে বলে না

ছন্দা দাম ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:৪১:৪৬পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

✍️আয়না যে মিথ্যে বলে না✍️

মায়ের ছায়া থেকে বেরিয়ে যখন নুতন পৃথিবী দেখলাম, তোমার হাত ধরে,….
সবকিছু নুতন……আলো নুতন,হাওয়া নুতন,
জানালা দিয়ে দেখা বাঁধাধরার আকাশটাও নুতন।
🍂
সকাল থেকে সন্ধ্যা ঘানি টেনে যাই,
কি তীব্র মাথাব্যথা,কেউ নেই যাকে দৃষ্টিতে বোঝাই,
বুকে ঝড়ো হাওয়া,চোখটা শুধু তোমায় খুঁজে,
তোমাতে যে আমি আয়না পেতে চেয়েছিলাম খুঁজে
মায়ের মতোই,…………
আর কেউ বুঝুক না বুঝুক
বুকের ভেতরের কান্নাটা যে কান্নাই বোঝে!!
🍂
বাড়িতে অনুষ্ঠান,প্রতিটি কাজে যে আমার দরকার,
ক্লান্ত,বিদ্ধস্ত আমি ,দেহ মেশিনের একটু বিশ্রাম চাই
হৃদয়টা একটু এলিয়ে পড়ার,….
চোখ বুজার একটা কাঁধ খুঁজে,
তোমাতে যে আমি আয়না পেতে চেয়েছিলাম খুঁজে
মায়ের মতোই…….
আর কেউ বুঝুক না বুঝুক,
চোখে ছেয়ে থাকা ক্লান্তিটা যে ক্লান্তিই বোঝে !!!
🍂
বাড়িতে তুমুল অশান্তি,কারো নেই তাগিদ আমায় বুঝতে চাওয়ার….
এ সংসারে আমি পর,আমার কথার নেই কোন দাম
ব্যথায় কুঁকড়ে যাওয়া বুকে যেন আমি অনাথ শিশু,
শুধু তোমার ভরসার হাতটা খুঁজি,
মায়ের মতোই…….
আর কেউ বুঝুক না বুঝুক,
এই ঘরটা যে আমার পৃথিবী,
আমার চোখের আকুলঅশ্রু দেখেযে সেটাই বোঝে!
🍂
আমি মৃত্যুশয্যায়, কানাঘুষোয় শুনছি বাঁচবনা আর
সবাই চিন্তিত তোমাকে নিয়ে, তুমি একা হয়ে যাবে,
আমি ও,…একাকিত্ব কাকে বলে আমি জানি,
কেমন অসহায় হয়ে যাওয়া যায়,
আমি যে তোমার আয়না হতে চেয়েছিলাম,
মায়ের মতোই…….
আর কেউ জানুক না জানুক আমি জানি…….
একাকিত্ব যে মৃত্যুর সমান,
আয়না যে মিথ্যে বলে না!!!!!!

✍️ছন্দা দাম,আসাম,ভারত✍️

১০২৯জন ৮৪০জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ