আমি সাম্যের কথা বুঝি না
আমি সাম্য কি জানি না
ভালকে ভাল আর মন্দকে মন্দ
সেটাই বলতে পারি না।
কে নর আর কে নারী
কে মায়াবী কে সর্বনাশা
ফুল ভুল মধু মৌ কেউ আজ চিনে না
বিরহ মিলন অলঙ্কার ক্ষুধা।
নজরুল চিনেছে ভুল
নর-নারীর ভেদাভেদ
নর ক্ষুধায় হারিয়েছে বিবেক
পেয়ে নারীর সুধার ভেদ।
প্রতিক্রিয়া শুধু কেন হারালে
কেন তুমি নিরব হলে?
সময় ছিল চোখ ছিল, ছিল দু’টি হাত
সাম্যের বোঝ তুমি হারালে।
রবি, শামসুর নির্মেলুন্দ
হেসে খেলে কাটিয়েছে দিন
ভাবেনি আপন পর, সময়ের স্রোতে
সময়কে করেছে আপনার আপন।
নারীকে কেউ জগতে চেনেনি
চিনতে পারেনি নর,
সুধার ক্ষুধার গেয়েছে সাম্যের গান সবে
আসলে সবাই স্বার্থপর।
বেদনাহত হৃদয়ে শুধুই বলতে ইচ্ছে করে
নজরুল তুমি করেছো ভুল
ভেবে আপন পর ছড়িয়েছো লেখনীর ঝড়
টানলে গ্লানি ভেবে মানবকূল।
কি পেলে বলো তুমি?
কতটুকু দিয়েছি তোমায়,
জাতীয় কবি এটা শুধুই নথিপত্রের হিসেব আর
দু’টি দিবসের স্মরণসভায়
যত কীর্ত্তন যত ভালবাসা নাম মাত্র হয় আজ।
উত্তরা, ঢাকা-১২৩০, বিকেল: ৪:২০, ২৭০৮২০১৪।
৮টি মন্তব্য
জসীম উদ্দীন মুহম্মদ
besh sunder kobita . :c
রুদ্র আমিন
জেনে ভাল লাগল জসীম উদ্দীন মুহম্মদ ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
🙂
রুদ্র আমিন
-{@ (y)
স্বপ্ন নীলা
প্রথম হতে শেষ সবটা আমি ভীষণ মনোযোগ দিয়ে পড়েছি — ভাষার গাথুনী, শব্দ প্রয়োগ, কবিতাটিকে প্রাঞ্জল করে উপস্থাপনা সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে —— আমি মুগ্ধ
রুদ্র আমিন
আপনাদের অনুপ্রেরণা আমার লেখার শক্তি, যাই হোক ভুলগুলো ধরিয়ে দিবেন তবেই আমার জন্য মঙ্গল হবে।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর কবিতা। আমাদের সবকিছু আজ শুধু স্মরনসভাতেই রয়ে গেছে। ঠিকই বলেছেন। ভালো লেখেন আপনি। মাঝে মাঝে লিখলে খুশিই হবো। ভালো থাকবেন।
রুদ্র আমিন
অবশ্যই চেষ্টা করব শুন্য শুন্যালয়।