আমি সাম্যকে বুঝি না

রুদ্র আমিন ৩১ আগস্ট ২০১৪, রবিবার, ০৫:৫০:৩৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমি সাম্যের কথা বুঝি না
আমি সাম্য কি জানি না
ভালকে ভাল আর মন্দকে মন্দ
সেটাই বলতে পারি না।

কে নর আর কে নারী
কে মায়াবী কে সর্বনাশা
ফুল ভুল মধু মৌ কেউ আজ চিনে না
বিরহ মিলন অলঙ্কার ক্ষুধা।

নজরুল চিনেছে ভুল
নর-নারীর ভেদাভেদ
নর ক্ষুধায় হারিয়েছে বিবেক
পেয়ে নারীর সুধার ভেদ।

প্রতিক্রিয়া শুধু কেন হারালে
কেন তুমি নিরব হলে?
সময় ছিল চোখ ছিল, ছিল দু’টি হাত
সাম্যের বোঝ তুমি হারালে।

রবি, শামসুর নির্মেলুন্দ
হেসে খেলে কাটিয়েছে দিন
ভাবেনি আপন পর, সময়ের স্রোতে
সময়কে করেছে আপনার আপন।

নারীকে কেউ জগতে চেনেনি
চিনতে পারেনি নর,
সুধার ক্ষুধার গেয়েছে সাম্যের গান সবে
আসলে সবাই স্বার্থপর।

বেদনাহত হৃদয়ে শুধুই বলতে ইচ্ছে করে
নজরুল তুমি করেছো ভুল
ভেবে আপন পর ছড়িয়েছো লেখনীর ঝড়
টানলে গ্লানি ভেবে মানবকূল।

কি পেলে বলো তুমি?
কতটুকু দিয়েছি তোমায়,
জাতীয় কবি এটা শুধুই নথিপত্রের হিসেব আর
দু’টি দিবসের স্মরণসভায়
যত কীর্ত্তন যত ভালবাসা নাম মাত্র হয় আজ।

উত্তরা, ঢাকা-১২৩০, বিকেল: ৪:২০, ২৭০৮২০১৪।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ