আমি বলছি তার কথা
সকালের আকাশে নির্ভয়ে জেগে ওঠা রক্তিম সূর্য সে
কোমলতার প্রতিমূর্তি ।
বার বার হাজার বার তাকালেও
চোখ তখন বিদ্রোহ করে না
সদ্য বিবাহিতা স্ত্রীর মত ফিসফিসিয়ে বলে না
আমার কষ্ট হচ্ছে।
আমি বলছি সকালের সূর্যের কথা
নির্জন ছায়াবীথী বা টুনটুনি পাখির
দুষ্টুমি ভরা ডাকের মত যে উপভোগ্য।
সূর্য তুমি সকালের সূর্য হয়েই থাক,
আমি তোমার দিপ্তিময়তা দেখতে চাই।
আঁধারের দেয়াল ভেঙে উদিত হওয়া শিখতে চাই ।
১৫টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
বাহ ! অনুভূতির প্রকশটা ভালো লেগেছে ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
আবেগটি বুঝা যাচ্ছে , প্রকাশ সুন্দর হয়েছে ।
"বাইরনিক শুভ্র"
বুঝাতে পারলেই হল ।
বনলতা সেন
মধ্যাহ্ন সূর্যের কথা ভুলে থাকা ঠিক হবে না ।
"বাইরনিক শুভ্র"
মাঝে মাঝে ভুলে যেতে ভালো লাগে ।
মিসু
ভালো লেগেছে খুব ।
"বাইরনিক শুভ্র"
🙂
ছাইরাছ হেলাল
এমন স্নিগ্ধ অনুভুতি থাকুক সারাক্ষণ ।
"বাইরনিক শুভ্র"
এটাই কামনা ।
শিশির কনা
লেখায় ভালোলাগা জানালাম ।
"বাইরনিক শুভ্র"
পড়ার জন্য ধন্যবাদ ।
প্রজন্ম ৭১
ছোট কবিতায় ভালোলাগা (y) -{@
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
আমি বলছি তার কথা
সকালের আকাশে নির্ভয়ে জেগে ওঠা রক্তিম সূর্য সে
কোমলতার প্রতিমূর্তি ।
বার বার হাজার বার তাকালেও
চোখ তখন বিদ্রোহ করে না
সদ্য বিবাহিতা স্ত্রীর মত ফিসফিসিয়ে বলে না
আমার কষ্ট হচ্ছে।——
চমৎকার একটা মিষ্টি ভাব ছড়িয়ে আছে কবিতাটায়…. ভাল লাগল 🙂
হতভাগ্য কবি
খুবই খুবই চমৎকার। +++