“”আধাঁর কালো প্রতিরাতে
মিটিমিটি তারার মাঝে
তোমার মনের স্বপ্নছবি,
মাঝে মাঝে হঠাত কেন?
কেন এত স্বপ্ন দেখি?
ভাবনা মাঝে শুধু তুমি
ললনা তুমি তোমায় খুজিঁ
বাসির সুরে, উদাস ভোরে
সিন্ধুপাড়ে নীলের জলে…।””
কবিতাটির প্রতি লাইনের আদক্ষর মিলিয়ে পড়ুন…….
হ্যাঁ, আপনাকেই বললাম…..।
——————————————–
ক্লাস সেভেন এ পড়াকালীন লেখা, আমার সবচেয়ে জনপ্রিয় কবিতা।
–সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
———————————————
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ! অনেক সুন্দর । ক্লাস সেভেনেই এত ভালোবাসা ? 🙂
ছাইরাছ হেলাল
ক্লাস সেভেনের কথা বেশ ভাল ভাবেই মনে রেখেছেন দেখছি ।
স্বপ্ন ছবির খবর কী ?
শিশির কনা
ভাই দেখি ক্লাস সেভেন থেকেই পাক্কু:p
কবিতা কিন্তু জোশ হয়েছে .
হতভাগ্য কবি
অদ্ভুত সুন্দর। আমি তোমাকে ভালোবাসি :p :p \|/ \|/ (y) (y) (y)
প্রজন্ম ৭১
আমিও তোমাকে ভালোবাসি 🙂
যাযাবর
এভাবে মিলিয়ে লিখতে পারা কিন্তু খুব কঠিন ।
ব্লগার সজীব
(y) (y)
অন্তরা মিতু
ওরেএএএ……..
এ্ই ধরনের লেখার নাম – “এ্যক্রস্টিক” (যদ্দূর মনে পড়ছে)
দারুণ ভাই….. বাই দ্যা ওয়ে এখন আপনি কোন ক্লাশে পড়েন? 🙂
অদ্ভুত শূন্যতা
ক্লাস সেভেনে থাকতেই এই হাল!
জানিনা এই মরিচে এখন কত ঝাল!!
অসাধারন আইডিয়ার অতিঅসাধারন কবিতা।