আমি তোমাকে ভালবাসি…

(এই কবিতাটির মাঝে একটি কথা লুকিয়ে আছে।চলুন খুজেঁ বের করি…)

“”ধাঁর কালো প্রতিরাতে
মিটিমিটি তারার মাঝে
তোমার মনের স্বপ্নছবি,
মাঝে মাঝে হঠাত কেন?
কেন এত স্বপ্ন দেখি?

ভাবনা মাঝে শুধু তুমি
লনা তুমি তোমায় খুজিঁ
বাসির সুরে, উদাস ভোরে
সিন্ধুপাড়ে নীলের জলে…।””

কবিতাটির প্রতি লাইনের আদক্ষর মিলিয়ে পড়ুন…….
হ্যাঁ, আপনাকেই বললাম…..। 

——————————————–
ক্লাস সেভেন এ পড়াকালীন লেখা, আমার সবচেয়ে জনপ্রিয় কবিতা।
–সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
———————————————

৬৩৬জন ৬৩৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ