
অকূল গাঙের নাইয়া আমি
উজান গাঙের নাইয়া –
দিন কেটে যায় আশার তরী বাইয়া!
সেঁচতে গেলে তলার পানি রয় না সোজা হাল,
মাতাল বাতাস নেয় গো কেড়ে সোনালী বিকাল।
খুঁজলে ওকূল হারায় একূল
রাগ করলে যায় দূরে দু’কূল
বোধ হারা মন হাসে তবু চাইয়া –
দিন কেটে যায় আশার তরী বাইয়া!
ঢেউ কি বুঝে মনের কথা কও তো দয়াল আজ!
স্রোত যদি নেয় তক্তা খুলে করবে কি ওই সাঁঝ!
দূর গগনে চেয়ে থাকি নামলে আঁধার রাতি,
দেখেও শশী দেয় না এসে ক্ষণিক জ্বেলে বাতি!
গান যদি গাই প্রেতের ডরে
আঁধার কতোই জাপটে ধরে
দিশ হারা চোখ হাসে তবু ধাইয়া –
দিন কেটে যায় আশার তরী বাইয়া!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
অকূল গাঙের নাইয়ার দিন কেটে যায় অকূলদরিয়ায়, যেখানে তার সুখ দুঃখের একান্ত সাথী নদী আর নাও!
চমৎকার গীতিকবিতা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম চিরন্তন!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
সুন্দর সুরকণ্ঠ হলে আরও সুন্দর হবে
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।