উইপোকার ঢিবে,
যতটুকু গেছে যাক!
কলাপাতার কোরক পাতায়,
যেটুকু কুকড়ে পড়ে আছে,
সেইটুকু আমার শেষ সম্বল!
নইলে ,
আমি মানবজাতি থেকে বাদ!
অকালে কোকিল ডাকলে,
শুধু ভয় হয়,
আমার ডিম,
তার বাসা হারাবে না তো!
তুমি আমার গালে,
আগ বাড়িয়ে চুমু খাচ্ছো,
সন্দেহ হয়!
শতাব্দীর প্রাচীন,
কোহিনুর গেছে যাক!
আমার ‘তাজ’,
মমতাজ হারাবে না তো!
তোমারা দেখি বেশ ,
আমার ভাই এর লহুর তৈরি,
মুখোশ পরে বেশ
হাকো আর ডাকো!
আমার সব্বাই,
জীবে প্রেম চাই!
আর আমি ভয়ে কুকড়ে
শীতের আলতো রোদের
বিড়ালছানা!
আমার শেষ সম্বলটুকু,
ঘুন পোকা খাবে না তো!
আমার শেষ সম্বলটুকুই
সম্বল!
যার জন্য মানুষ না খেয়ে
হাজার বছর বাঁচতে পারে,
সমুদ্র মন্থনে বিষ
খেতে পারে,
যার জন্য মধ্যযুগ থেকে
এতো বিপ্লব!
@ বাড়ি,
তারিখ-১৪/১০/২০১২
সময়- ৯ ঃ ৪৭ সকাল
৯টি মন্তব্য
জবরুল আলম সুমন
“তুমি আমার গালে,
আগ বাড়িয়ে চুমু খাচ্ছো,
সন্দেহ হয়!
শতাব্দীর প্রাচীন,
কোহিনুর গেছে যাক!
আমার ‘তাজ’,
মমতাজ হারাবে না তো!” এক কথায় চমৎকার। খুব ভালো লিখেছেন ভাই।
Ajharul H Shaikh
আপনাকে, অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল নিরন্তন।
বনলতা সেন
ছোট ছোট কবিতায় অনেক কিছু বলে দেন আপনি। ++++
Ajharul H Shaikh
অশেষ ধন্যবাদ ।শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
অকালে কোকিলের ডাকে ভয় পাওয়ারই কথা ।
নিশ্চিত আমি কেউ হারাচ্ছে তার ডিম ……
আপনি বরাবরই ভাল লেখান ।
Ajharul H Shaikh
আপনাকে, অশেষ ধন্যবাদ ।শুভ কামনা রইল নিরন্তন।
জিসান শা ইকরাম
” আমার শেষ সম্বলটুকু,
ঘুন পোকা খাবে না তো! ”
ঘুন পোকায় কেন খাবে ?
রাখুন যতন করে 🙂
শুভকামনা —-
লীলাবতী
বাহ!
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন
শেষ সম্বলটুকু রক্ষা পাক
ঘুণ পোকার কবল থেকে