সালাম এবং  শুভেচ্ছা সবাই কে , কেমন  আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন,

আমি ও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌ , সোনেলা ব্লগ এ অনেক দিন যাবত আছি সবাই অনেক ভাল লিখে , পড়ে নিজের কাছে অনেক ভাল লাগে আমি নিজে তেমন কিছু  লিখতে পারি না

তবে আপনাদের লেখা পড়ে অনেক ভাল লাগে আসলে সবাই মিলে কিছু করলে অনেক ভাল লাগে আর  জিনিস টা ও ভাল হই যেমন টা সোনেলা ব্লগ

যাই হোক আমার লেখার টাইটেল টা দিয়েছি আমার প্রিয় ব্লগ এবার সেইটা  নিয়ে কিছু বলব , অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি নিজে একটা ব্লগ বানাবো , আর সেইটার মধ্যে আপনাদের মত ভাল ভাল লেখক রা লিখবেন , আমি আগেই বলেছি যে আমি তেমন ভাল লিখতে পারি না  , তাই আপনাদের মত ভাল ভাল লেখকদের লেখা প্রকাশ হবে আমার ব্লগে এইটাই আমার অনেক দিনের ইচ্ছা ,

আমার সেই ইচ্ছা টা পূরণ করতে আমি একটি ব্লগ বানিয়েছি ,   SocialBlogWorld.com   কোন ডেভেলপার  ছাড়া নিজে সব কিছু করেছি  জানি না কতটুকু ভাল করতে পেরেছি তবে অনেক চেষ্টা করেছি ভাল কিছু করার  আশা করি আপনাদের কাছে ও ভাল লাগবে ,

এখন কিছু টা আসার আলো দেখতে পাচ্ছি যে আমার স্বপ্ন টা হইত বা পূরণ হবে সেই সাথে আপনাদের কাছে দোয়া চাই এবং একটু সহযোগিতা চাই তাহলেই আমার আশা টা পূরণ করতে পারব ইনশাআল্লাহ্‌ ,

আপনাদের সবাই কে আমার ব্লগ এ আসার আমন্ত্রণ রইল

সবাই ভাল থাকবেন আপনার বাস্ততার মাঝে একটু সময়ই দেয়ার জন্য ধন্যবাদ

আমার ব্লগ লিঙ্ক  –    SocialBlogWorld.com

৫৯২জন ৫৯২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ