১.
আমার বেদনা আমারই থাক,
তুমি চলে যাও
সুখি হও প্রিয়তমা।
তোমার পথে আমি বাঁধা হব না কোনদিন।
শুধু যেন, একজন তোমারই ছিল।

জানি তুমি মনে করবে আমায়
শ্রাবন সন্ধ্যায় বৃষ্টি যখন হবে
জানি তুমি আমায় মনে করবে
জোৎস্না স্নাত রাতে
এতেই আমার সান্তারা।

তুমি সুখি হও প্রিয়তমা
চলে যাও তোমার আপন পথে
আমি তোমার পথে বাঁধা হবনা।

আমি বেঁচে থাকব
তোমার দেয়া গোলাপের শুকনো পাপড়ি নিয়ে
তোমার স্মৃতি আমার সাথী হবে

আমার বেদনা আমারই থাক,
তুমি চলে যাও
সুখি হও প্রিয়তমা।

২.
আমার প্রানে একজন আছে
তার নাম আমি জানিনা
আমি তার সম্পর্কে একটা শব্দও
কোনদিন শুনিনি
শুধু দেখে আসছি কয়েক বছর ধরে।
অপরিচিত সেই তার
সাথে প্রেমে পড়ার ইচ্ছাছিল না
তবু আমি কখন যেন
তাকে ভালবেসেছিলাম।
কেউ জানেনা, সেও জানেনা।

৩.
আমি যে এক জাদুকরী
তুমি আমার জালে বন্দী থাকবে
অনন্ত কাল,
আমি তোমায় ভালবাসব।

আমি যে এক জাদুকরী
তোমায় পেঁচাব প্রেম জালে
বাধব ভালবাসার শিকলে
নজরবন্দী করে রাখব তোমায়
আমার সিমাহীন সিমানায়।।

আমি যে এক জাদুকরী
আমি প্রেম যাদুতে পারদর্শী
ভালবাসা আমার পেশা,
আমি তোমায় নজরবন্দী করে রাখব।

৪৬৫জন ৪৬৫জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ