
আমার নবীর মুখ,
স্বপ্নের মাঝে দেখেছে যেজন
সেও ভুলেছে যা দুখ।
যে পেয়েছে কিছু হৃদে পুষে তার
অমিয় বাণীর সুধা,
তুচ্ছ করে সে স্বার্থের মায়া
শিকায় তুলেছে ক্ষুধা।
চুপিসারে যদি করতে চেয়েছে
সদাচারে কেউ ক্ষত,
স্বর্গের ঘ্রাণ দিনে দিনে পেয়ে
হয়েছে যে অনুগত।
জেনে বুঝে আজ গাফেল যে যারা
দম্ভের ধারে ভাই,
চেয়েও অমন বোকা কি গো পাবে
ধরণীতে খুঁজে তাই!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
নবীজী কে স্বপ্নে দেখেছে যে জন, তাঁর আমলনামা কতটা ভারী বুঝবো কি আমরা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
নবিজীকে স্বপ্নে দেখা অনেক ইমান মজবুত থাকা চাই। আল্লাহপাক সবাইকে সেই ইমানদারি শক্তি অর্জনের তৌফিক দিন। আমিন।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মাছুম হাবিবী
অসাধারণ
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।