আমার তুমি

আলপনা করিম ২৩ মে ২০১৮, বুধবার, ১০:৫৫:৫৭অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

“আলপনা করিম”

সুদূর আকাশ নীলে,
অথৈ সাগর জলে
তব মুখছবি পলে পলে
যেন মোর সাথে কথা বলে।
সবুজের ছায়ে গোধূলী মায়ায়,
ভালোবাসা ছলে তোমাতে হারায়।
ভ্রমর গুঞ্জনে পাখীর কুহুতানে,
বিচরণ তব সকলের সনে।
প্রতিটি প্রভাতে মোর আঙিনায়,
হাসিছো খেলিছো শিশির কনায়
বৃষ্টিস্নাত ঝলমলে ভোরে
বাঁধিয়াছো মোরে সে মায়ার ঘোরে।
মায়াবী রাতের জোনাকির আলো,
ঘুচাতে মোর সব মনের কালো
ভালোবাসা হয়ে ঝরিছে সদায়
মাধবী রাতের নীল জোছনায়।
লক্ষ যোজন দূরের তুমি,
তবুও ভাবি তোমার আমি
কি সেই মায়া কী সে আশা
দিগন্ত হীন সে ভালোবাসা!!
নাইবা পেলাম চুমিতে চরন,,
পূজিব তাহারে জীবন মরন
রয়েছে যা মোর দেখি চারিধার
সকলি সকাশে তাহারি আকার।
যে দিকে তাকাই শুধু তাঁর ছবি,
হৃদয়ে আঁকিয়া তাই সদা ভাবি
পার করি মহাকাল
পোহাক জীবন কাল।

৪০৫জন ৪০৫জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ