“আলপনা করিম”
সুদূর আকাশ নীলে,
অথৈ সাগর জলে
তব মুখছবি পলে পলে
যেন মোর সাথে কথা বলে।
সবুজের ছায়ে গোধূলী মায়ায়,
ভালোবাসা ছলে তোমাতে হারায়।
ভ্রমর গুঞ্জনে পাখীর কুহুতানে,
বিচরণ তব সকলের সনে।
প্রতিটি প্রভাতে মোর আঙিনায়,
হাসিছো খেলিছো শিশির কনায়
বৃষ্টিস্নাত ঝলমলে ভোরে
বাঁধিয়াছো মোরে সে মায়ার ঘোরে।
মায়াবী রাতের জোনাকির আলো,
ঘুচাতে মোর সব মনের কালো
ভালোবাসা হয়ে ঝরিছে সদায়
মাধবী রাতের নীল জোছনায়।
লক্ষ যোজন দূরের তুমি,
তবুও ভাবি তোমার আমি
কি সেই মায়া কী সে আশা
দিগন্ত হীন সে ভালোবাসা!!
নাইবা পেলাম চুমিতে চরন,,
পূজিব তাহারে জীবন মরন
রয়েছে যা মোর দেখি চারিধার
সকলি সকাশে তাহারি আকার।
যে দিকে তাকাই শুধু তাঁর ছবি,
হৃদয়ে আঁকিয়া তাই সদা ভাবি
পার করি মহাকাল
পোহাক জীবন কাল।
১৩টি মন্তব্য
ইঞ্জা
মন্ত্রমুগ্ধ হলাম আপু।
ব্লগের অন্যান্য লেখক লেখিকাদের (ব্লগার) লেখা পড়বেন, কমেন্ট করবেন, এতে আপনার সাথে সবার একটা ভালো সম্পর্ক হবে, সাথে সাথে আপনিও অনুপ্রাণিত হবেন।
হ্যাপি ব্লগিং প্রিয় আপু।
আলপনা করিম
ধন্যবাদ ভাইয়া অবগত করানোর জন্য। আসলে রমজান মাস বলে তেমন একটা সময় বের করতে পারছিনা বলে অন্য কারুর লিখা পড়া হয়ে উঠছেনা। আমি অবশ্যই সময় করে অন্যদের লিখা পড়বো এবং মতব্য ব্যক্ত করবো ইন শা আল্লাহ্। ধন্যবাদ আবারও।
ইঞ্জা
শুভকামনা আপু
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যে দিকে তাকাই শুধু তাঁর ছবি,
হৃদয়ে আঁকিয়া তাই সদা ভাবি
পার করি মহাকাল
পোহাক জীবন কাল। -{@
আলপনা করিম
ধন্যবাদ বন্ধু। লিখার স্পৃহা বৃদ্ধি পাচ্ছে আপনাদের মন্তব্য দেখে।
নীলাঞ্জনা নীলা
ভালো লাগলো। :c
আলপনা করিম
ধন্যবাদ আপু। খুব ভালো থাকুন।
তৌহিদ ইসলাম
বাঁধিয়াছো মোরে সে মায়ার ঘোরে…
সুন্দর প্রকাশ :c
আলপনা করিম
অনেক ধন্যবাদ সুহৃদ। পাশে থাকবেন।
খসড়া
ভাল লাগলো
আলপনা করিম
ধন্যবাদ অপার।
জিসান শা ইকরাম
ছন্দের মিলের কবিতা ভাল লেগেছে।
মোঃ মজিবর রহমান
ছন্দে ছন্দে জীবন
কস্টে কস্টে জীবন
তাই কবিতায় ঊঠে জীবন।