আমার ছোট সংসার

সামশুল মাওলা হৃদয় ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৩:৩৯:০৭অপরাহ্ন গল্প ১৮ মন্তব্য
  1. আমি যখন রুম্পাকে খুব ভালোবাসতাম, তখন থেকে আমি রুম্পাকে নিয়ে  ছোট ছোট স্বপ্ন দেখতাম।রুম্পাকে নিয়ে আমার স্বপ্নর জাল বুনিতাম।রুম্পাকে আমার ছোট ছোট স্বপ্নের কথা বলতাম।
  2. একবার আমি রুম্পাকে জিজ্ঞেস করলাম,আমাদের বিয়ার পর  ছেলে হলে খুশি হবে নাকি মেয়ে হলে? রুম্পা আমাকে উত্তর দিলো,মেয়ে হলে ও সবচেয়ে বেশি খুশি হবে।
  3. ধীরে ধীরে যখন আমাদের মধ্যে দূরত্ব,, অবহেল, ঘৃণা চলে আসলো,তখন আমি চাইতাম ঘৃণা, অবহেলা, দূরত্বটা দূর করতে।কিন্তু আমি হাজার চেষ্টা করে পারি নাই।রুম্পাকে যখন এসব বিষয় আমি বলতাম ও হেঁসে উড়ে দিতো।ওল্টা সামাজিক যোগাযোগ, ইমু,কনট্যাক্ট নাম্বার থেকে বল্ক দিতো।
  4. অবশেষে যখন আমাদের দূরত্ব সৃষ্টি হলো,বিচ্ছেদ পথ তৈরি হল,অধিকার নামক শব্দটা নষ্ট হল,গভীর রাতে যন্ত্রণা নামক এক কালবৈশাখী ঝড় উটতো, তখন এই পৃথিবীতে আর বাচঁতে ইচ্ছা করতো না।আর আজ যখন পরিবার জন্য বাচঁতে খুব ইচ্ছে হয়, তখন নিষ্ঠুর দুনিয়াটা বাচঁতে দেয় না।
১১৫৩জন ১০১৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ