৫+৫/৫+২ মাত্রাবৃত্ত
পদ্মা নদীর পাড়ের কাছে
আমার ছোট গাঁয়ে,
মনের মাঝে সুখটা আনে
তমাল তরু ছায়ে।
ময়না টিয়া কোকিল ঘুঘু
বহু পাখির মেলা,
গাঁয়ের ছেলে মেয়েরা করে
তাদের সাথে খেলা।
গাঁয়ে আমার বাস করে রে
কামার জেলে চাষা,
পাখির মতো তাদের মুখে
দারুণ ভালো ভাষা।
আছেন যারা সুখী দুঃখী
মিলেমিশেই থাকে,
একে পরের বিপদে সদা
আপন করে রাখে।
ছবির মতো গ্রাম খানি যে
দেখতে লাগে ভালো,
এমন গ্রামে জন্ম মোর
মন ভীষণ আলো।
রচনাকালঃ
২৭/০৭/২০২১
৭৫০জন
৬৬২জন
১৪টি মন্তব্য
আরজু মুক্তা
আমাদের গ্রামখানি ছবির মতো
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
হালিমা আক্তার
ছবির মত ছায়াঘেরা আমার ছোট গ্রাম। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
নার্গিস রশিদ
গ্রামের বর্ণনা সবসময়ই ভালো লাগে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
সঞ্জয় মালাকার
কবিতায় খুঁজি গ্রামীণ জীবন
শহর বন্দী হয়ে কাঁধে সবুজের ভুবন /
চমৎকার লিখেছে ভালো লাগলো কুব //
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত প্রিয়।।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমিও গ্রামের ছেলে । ভালো লেগেছে — ছবির মতো গ্রাম খানি যে
দেখতে লাগে ভালো,
এমন গ্রামে জন্ম মোর
মন ভীষণ আলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয়।।।
শুভকামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রীতিময় শুভেচ্ছা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ