আমরা সবে বদ্ধ উন্মাদ

রুদ্র আমিন ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১২:৪৯:৩৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

ক্ষমতা আছে তাদের আমার আছে কি?
কিসের লোভে চলছি পিছু হাতে রেখে জীবন
ঝড়ঝাপটা শ্মশান জ্বালা রড বুলেটের যত প্রতিবাদ
তুমি আমি করছি বহন করছি শত মায়ের জীবন খুন।

তাদের আছে সকল কিছু আমার আছে কি ?
আমার সন্তান অর্থাভাবে বিদ্যালয় ছেড়ে রাখাল
তাদের সন্তান মহাসুখে দেশ ছেড়ে বৈদেশে
ডিগ্রি যত বিলেতি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার
তবুও কেন চোখ থেকে আজ অন্ধ সেজে করছি অপরাধ।

কিসের নেশায়, কিসের আশায় আর কতকাল অবুঝ সেজে
নাটাইয়ের ঘূর্ণিতে ছুটব শুধুই তাদের পিছু,
এখনও কি ঘুম ভাঙে না, আর ভাঙবে কত দিনে
সময় হয়েছে ঘুম ভাঙার থেকো না আর অবুঝ সেজে।

নাড়ীতে নাড়ীতে যত টান তার থেকেও বেশি টান
তুমি আমি অন্ধ আর মূর্খ জনবল
ক্ষমতা নেই তার বুঝে উঠবার, তাই কুকুর বেড়ালের মত
হাজারও প্রাণ করছি দান অন্ধ বিশ্বাসে, বিবেক বুদ্ধি সব হারিয়েছি
স্বার্থের তাড়নায়, কি হবে ভাবি না আর এমনটি যে একদিন আসবে ফিরে
আমার জীবনের তরে…..

হিংসা আর প্রতিহিংসা, ঘাত-প্রতিঘাত পালাক্রমে আজ
যতই করছি দান তোমার আমার প্রাণ, হবে না নিঃশেষ
যতদিন রুখে দাঁড়াবো না কেউ বিবেকের সম্মুখ
আজ মনে হয় আমরা সবে বদ্ধ উন্মাদ…..
কিসের নেশায় কিসের আশায় হাঁটছি পিছু অজানা রাস্তায়…?

৫৮০জন ৫৮০জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ