সমুদ্র সারসেরা ক্লান্ত ডানায় খুজে ফেরে ফিরবার নীড়
সারস জানেনা ডানার কাঁপনে কাপছে তার পৃথিবীও
জানেনা সারস, তীরভূমি মাতাল বিরহে, অস্থির, অস্থির।
অগ্নিসুতোয় গাথা দিন মাতাল অনুভবের
অগ্নিসুতোয় গাথা দিন বিরহী বুকের ডাহুকের
অগ্নিসুতোয় গাথা দিন স্বপ্নভুক ধান শালিকের
অগ্নিসুতোয় গাথা দিনেরা থাকেনা, চলে যায় দ্বিধাহীন
নিয়ে যায় তীরভূমি থেকে তারে অতিদূর ইজিয়ান পাড়ে
যেখানে অন্ধ বিনাবাদক খেলে একা বিরহ ক্লান্ত সুরে।
বিরহের তীরভূমিতে অন্ধ হোমার,খুজে ফেরে
মোহমুগ্ধ ভেনাসের কালো তিল, নোঙর ছেরার শব্দ
দাড়ের ওপর শক্ত পেশীর প্রবল প্রতাপে, পালে দুরন্ত হাওয়ারা
নিয়ে যায় স্বপ্নভুকের দেশে, দূর থেকে আরও দূরে।
আর,
এক মুহূর্তের ভালোবাসা আর
এক যোজনের ভালবাসায় কোন পার্থক্য নাই
ভালোবাসা ভালোবাসাই
২৯টি মন্তব্য
অলিভার
(y)
সাইদ মিলটন
🙂
জিসান শা ইকরাম
বুঝিনাই তেমন, আরো পড়তে হইব 🙂
জিসান শা ইকরাম
ভালোবাসা ভালোবাসাই
কিন্তু খুঁজে পাইনা যে কোথাও —
সাইদ মিলটন
ভালবাসার আয়ু খুব কম দাদা ,শিশিরের মতো। রোদ উঠলেই নাই হইয়া যায় তাই হয়তো দেখা যায়না 🙂
কৃন্তনিকা
বেশ সুন্দর… (y)
পৌরাণিক রেফারেন্সগুলো দারুণ লেগেছে…
সাইদ মিলটন
থ্যাঙ্কু থ্যাঙ্কু
রিমি রুম্মান
বুঝলাম___ ভালোবাসা ভালোবাসাই 😀
সাইদ মিলটন
বুঝাতে পেরে ধন্য হলাম
ছাইরাছ হেলাল
বীণ বাদক অন্ধ হলেও সুরের বীণা সুর তোলে চোখ মেলে।
ভালোবেসে ভালোবাসি ভালোবাসা।
সাইদ মিলটন
নেহায়েত মন্দ নয় ভালোবাসা ব্যাপারটা শুধু সবার সয়না এই আরকি
ছাইরাছ হেলাল
স্বর্গ ও মর্তের ঠিক মাঝ বরাবর নিরক্ষ রেখার অঞ্চলে ভালোবাসার বাস। তাঁকে হিড় হিড় করে মাটিতে নামিয়ে
হুটোপুটি খাবেন হুলাহুলি করে তা কী করে হয় ! ভালোবাসাকে ভালোবাসতে হবে , তাতে করে আর না সওয়ার
ঘটনা ঘটবে না।
সাইদ মিলটন
আত্মাকে বর্ণনা করা হয়েছে এভাবে , আমি বুঝে নিয়েছি এটাকে ভালবাসার মতো… অজর অমর শাশ্বত কিন্ত কারও আত্মা ছুইতে না পারলে হিড় হির করে নামায়ে এনে লাভ কি
ছাইরাছ হেলাল
ঠিক জায়গায় এসেছেন দেখছি।
মোঃ মজিবর রহমান
আর,
এক মুহূর্তের ভালোবাসা আর
এক যোজনের ভালবাসায় কোন পার্থক্য নাই
ভালোবাসা ভালোবাসাই
হুম বুঝলাম।
মোঃ মজিবর রহমান
আর,
এক মুহূর্তের ভালোবাসা আর
এক যোজনের ভালবাসায় কোন পার্থক্য নাই
ভালোবাসা ভালোবাসাই
হুম বুঝলাম।
শুভাছহা অবিরত
সাইদ মিলটন
আপনাকেও শুভেচ্ছা ভাই
ব্লগার সজীব
এটা আবোলতাবোল ? এত ভালো লেখা আবোলতাবোল হয় ?
সাইদ মিলটন
হ্যাঁ এটা আবোলতাবোল 😀
নীলাঞ্জনা নীলা
আপনার লেখা পড়তে এলে ইচ্ছে হয় সারাক্ষন বসে থাকি লেখার মাঝে।
সাইদ মিলটন
এইটা আপনাকে দিয়া দিলাম 🙂 নিয়া যান একদম সম্প্রদান কারকে
নুসরাত মৌরিন
অন্ধ হোমার খুঁজে ফেরে মোহমুগ্ধ ভেনাসের কালো তিল…।
ক্ষনিকের হোক কিংবা অসীমকালের ভালবাসা ভালোবাসাই…।
সব মিলিয়ে খুব খুব খুউব ভাল লাগলো… কবিতাটি…।
সাইদ মিলটন
অনেক অনেক অনেক ধন্যবাদ 🙂
খসড়া
ভাল লাগলো।
সাইদ মিলটন
জেনে সুখী হলাম
বনলতা সেন
সব ভালোবাসাই ভালোবাসা না ।
সাইদ মিলটন
🙂
মিথুন
আবোলতাবোল লেখাই ভালো। আরো লিখুন এমন।
সাইদ মিলটন
আচ্ছা , ধন্যবাদ মিথুন 🙂