আবার ফিরে এলে জোনাকির দল
সন্ধ্যা পেরিয়ে উঠোন জুড়ে মৃদু বাতাসের স্লান
তোর শাড়ির সবুজ রঙের ছোঁয়া কিছু আলাদীনের প্রলাপ, কপালে জমা মুক্তা দানা ঘাম।আবার তোর কাঁধে মাথা রেখে দেখবো তাঁরার দল
স্থবিরতা জীর্ণতা করেছে রক্তের দাবানল
খামচে ধরে রাখা কিছু স্বপ্নই শেষ সম্বল
আঙুলের ফাঁকে দূরত্বের পরিমাপ
গিয়েছে আটকে গলায় কথার অভিমান।
- আবার পাশে চল,আবার তোর উষ্ণ ঠোঁটে আমায় জানিয়ে দে আহবান।
আবার তোর অলিগলি হেটে ভাঙতে চাই দেয়াল।
আবার সঙ্গে নে আমায়….
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আবার সঙ্গে নে, নতুন করে আবার শুভ সূচনা হোক। দারুন লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ
ফয়জুল মহী
ভালো লাগা অবিরাম ।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ প্রিয়
আরজু মুক্তা
তা তো ঠিকই। দেয়াল ভেঙ্গে নতুন করে দেখা দিক আবার। ফিরে পাক প্রাণ চাঞ্চল্যতা
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ প্রিয় কবি
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি
অনেক শুভেচ্ছা রইল———-
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ আপনাকে
ইঞ্জা
আবার পাশে চল,আবার তোর উষ্ণ ঠোঁটে আমায় জানিয়ে দে আহবান।
আবার তোর অলিগলি হেটে ভাঙতে চাই দেয়াল।
আবার সঙ্গে নে আমায়….
চমৎকার লিখেছেন।
মোঃ রাশিদুল ইসলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য
ইঞ্জা
শুভেচ্ছা অবিরত।