
মহা প্রলয়ের মত তালেবানের এই উত্থানে চীন আর রাশিয়ার সমর্থন রয়েছে, রয়েছে পাকিস্তানেরও । বাংলাদেশ থেকে নাকি কিছু তালেবান যোদ্ধা আফগানিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে। রাজধানী কাবুল ছাড়া সব বড় শহর তালেবানী যোদ্ধারা ইতিমধ্যেই কব্জা করে ফেলেছে। এবার তালেবান যোদ্ধাদের কাবুল ঘিরে ফেলার পর সিএনএনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের কয়েকজন জ্যৈষ্ঠ তালেবান নেতাকে যুক্ত করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
এদিকে, এক বিবৃতিতে তালেবানের জ্যেষ্ঠ নেতারা তাদের যোদ্ধাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পৃথক বিবৃতিতে ব্যাংক, বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিশানা (টার্গেট) করা হবে না বলে জানিয়েছে তালেবান।
ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, তালেবানের সাথে যোগ দিতে বাংলাদেশ থেকে এরই মধ্যে কিছু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে যাবার পর সেখানে ধরা পড়েছে বলে পুলিশ ধারণা করছে। এখন আমাদের সব থেকে বড় ভয়ের হলো এই অবিবেচক তালেবানী তথা উগ্রপন্থি যোদ্ধারা যেহেতু বাংলাদেশেও রয়েছে তারা ভবিষ্যতে আমাদের জন্য কতোটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ব্যপারটায় আমার মতো অনেকেই হয়তোবা শংকিত।
১৯টি মন্তব্য
হালিমা আক্তার
বাংলাদেশ আর আফগানিস্তান দুটি দেশের পরিস্থিতি পরিবেশ প্রেক্ষাপট ভিন্ন। আশা করি তালেবানি জুজুর ভয় দেখিয়ে এদেশে তেমন কোনো লাভ হবে না। শুভ কামনা রইলো।
কামাল উদ্দিন
লাভ হয়তো হবে না, ক্ষতি তো হতে পারে! যেমন কয়েক বছর আগেও ওরা বিভিন্ন জায়গায় বোমা মেরেছে, হলিআর্টিজান বেকারিতে নির্বিচার হত্যাকান্ড ঘটিয়েছে। এমন ক্ষতিগুলো হওয়ার আশংকাটাই আমাদের ভয়ের কারণ
মনির হোসেন মমি
আমাদের দেশের অবস্থা কী হয় তা অনুমেয় সরকার ফল্ট করলে কিছুটা বুঝা যাবে তবে আইন শৃংখলা বাহিনীর এমন আকাঙ্খার কথা মিডিয়ায় প্রচার করে সে কী বুঝাচ্ছেন আমি ঠিক ক্লিয়ার না। বাংলাদেশ জংঙ্গিমুক্ত?
সঠিক সময়ে সঠিক পোস্ট।
কামাল উদ্দিন
আমাদের সর্ষেতে প্রচুর ভূত থাকার শংকা রয়েছে, সুতরাং…………
আরজু মুক্তা
জঙ্গীরা যে কোন সময় মাথা চাড়া দেবে। এটা বোঝা যায়। যদিও প্রেক্ষাপট ভিন্ন। সরকার নিশ্চয় এ ব্যাপারে সতর্ক হবেন।
কামাল উদ্দিন
আওয়ামীলীগ সরকার থাকলে ওদের উথ্থান কিছুতেই সম্ভব নয় বলে আশা করছি, বাকিটা ভবিষ্যতই বলবে।
আলমগীর সরকার লিটন
হু কিছুই হবে না আমাদের দেশে
কামাল উদ্দিন
কিছু না হোক সেটাই আমাদের কাম্য লিটন ভাই।
রিতু জাহান
আমাদের জন্য ভালো কিছু বয়ে আনছে না এটা নিশ্চিত করে বলতে পারি।
কামাল উদ্দিন
খুব খারাপ কিছু না হোক সেই কামনাই করছি, শুভ সকাল আপু।
মোঃ মজিবর রহমান
দুই দেশের চিত্র ভিন্ন তবে সরকারের ভুলে মাসুল দেবে কঠিন এক পরিস্থিতির। তাই সরকারের সতর্ক থাকা অতিব গুরুত্বপুর্ণ।
কামাল উদ্দিন
হুমম, ঠিক কথা
ছাইরাছ হেলাল
ধুর!!, আমাদের কিছুই হবে না।
তবে দেখি না কী কী বলে অপেক্ষা জারি রাখলাম।
কামাল উদ্দিন
আপনি জ্ঞাণী লোক, সুতরাং………
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
একমত — “ব্যপারটায় আমার মতো অনেকেই হয়তোবা শংকিত”।
কামাল উদ্দিন
কিছুটা শংকা আমার মনেও কাজ করছে ভাইজান, ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অবিরাম।
উর্বশী
শুধু অপেক্ষার পালা। সময় কথা বলবে। আশা করি সতর্কতা অবলম্বন করবেন সরকার প্রধান।ভাল থাকুন অফুরান শুভ কামনা সব সময়।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় আপু।