আমি হতে চাইনা সেই রজনীগন্ধা….
যাকে ফুলদানিতে সাজিয়ে প্রেমিকা প্রতিক্ষার বিনিদ্র রাত কাটিয়ে দেয়।
আমি হতে চাই সেই পলাশ যার বুকের উপর দিয়ে বাংলা মায়ের সন্তান তাদের রক্তের আল্পনায় লেখে…”ও আমার দেশের মাটি”।
আমি হতে চাইনা সেই কবিতা…..
যাকে রচনা করে ব্যার্থ প্রেমিক বুক চাপড়ে কাঁদে।
আমি হতে চাই সেই কবিতা যা রচনা করে কবি কারার লৌহ কপাট ভেঙে গুড়িয়ে দেয়।।
আমি হতে চাই না সেই মা….
যার আঁচলে তার অপরাধী সন্তান স্থান পাবে।
আমি হতে চাই সেই মা যার আচলে কপালের রক্ত মুছে অকতুভয় ছেলে দেশের জন্য প্রাণ দিতে যাবে।।
আমি হতে চাই না সেই কলম….
যার আঁচড়ে ফাইলের পাহাড় জমবে আর অপরাধী
জামাই আদরে জীবন কাটাবে।
আমি হতে চাই সেই কলম,যার আঁচড়ের ভয়ে প্রতিটি জঘণ্য অপরাধী অপরাধ করতে কেঁপে উঠবে।।
আমি হতে চাইনা সেই পত্নী….
যে সংসারে জালে আটকে রেখে স্বামীকে সাধারণ পুরুষ বানিয়ে রাখে।
আমি হতে চাই সেই সেই পত্নী যে স্বামীর কপালে রক্ত তিলক পড়িয়ে দেশের মাটিকে সুরক্ষিত রাখতে পাঠায়।।
আমি হতে চাই না সেই মেয়ে….
যে স্বামীর ঘরে শত অত্যাচার সহ্য করেও পরগাছা হয়ে বেঁচে থাকে।
আমি হতে চাই সেই মেয়ে যে স্বামী সংসার পালন করেও নিজের বাবা মায়ের আজীবন সেবা করে।।
আমি হতে চাই সেই সব কিছু …..
যে হৃদয় বিক্রি করে দিয়ে আপোস করে না।
🌷ছন্দা দাম🌷ভারত,আসাম।
৭টি মন্তব্য
শামীম চৌধুরী
আমরা এত সুন্দর লেখা থেকে বঞ্চিত হতে চাই না।
মনোমুগ্ধকর লেখা।
ছন্দা দাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই 🌹🌹
ফয়জুল মহী
দুর্দান্ত সাবলীল ও অনিন্দ্য সুন্দর উপস্থাপন ।
ছন্দা দাম
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা । অনুপ্রেরণা পেলাম লেখার🌹🌹
আরজু মুক্তা
সেই মেয়েই চাই আমরা।
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি মেয়ে এমন হোক, এমন করে ভাবতে শিখুক সেই কামনা রইলো। চমৎকার সাহসী লেখা । দূর্দান্ত লিখেছেন দিদি। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ কবি দিদি অনেক শুভ কামনা