প্রিয় অনুভুতি,
কোথায় খুঁজি তোমারে?
পুরনো ক্যালেন্ডারের তারিখে,
নাকি ঘষামাজা ডায়রির পাতায়।
প্রিয় অভিমান,
কোথায় অভিযোগ তোমার?
স্কুলের কোণে বটের তলায়,
নাকি বৃষ্টি ভেজা গৌধুলিতে।
প্রিয় আহুতি,
কোথায় অভিরুচি তোমার?
সিঁড়ির দেয়ালে,
নাকি ভেঙ্গে যাওয়া হৃদয়ের ফসিলে।
প্রিয় আকুতি,
কোথায় আসক্তি তোমার?
শুকিয়ে যাওয়া গোলাপের বিবর্ণতায়,
নাকি প্রখর রোদে ঘামসিক্ত প্রহরীর তীব্র তৃষ্ণায়।
প্রিয় অনুমতি,
কোথায় বিরতি তোমার?
শীতের সকালে অস্পষ্ট কুয়াশার ছাদরে,
নাকি শিউলি তলায় প্রিয়জনের অপেক্ষায়।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালো লাগা রেখে গেলাম।
মুহম্মদ মাসুদ
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা
সুপর্ণা ফাল্গুনী
এতো দিন কোথায় ছিলেন? এতো এতো বিরতি নিলেন। চমৎকার কবিতা। এমন প্রশ্ন তো সবার মনেই জাগতে। প্রশ্নের উত্তর পেলে জানাবেন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
মুহম্মদ মাসুদ
জ্বি, অনেক দিন পরে ফিরে আসলাম। আসলে নিজস্ব কিছু ব্যস্ততা ছিলো।
আপনিও যেখানে থাকুন সুস্থ থাকুন করোনা থেকে মুক্ত থাকুন
আরজু মুক্তা
মুগ্ধতা রেখে গেলাম
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভকামনা সবসময়।
আলমগীর সরকার লিটন
কাব্যপাঠে সুন্দর লাগল কবি দা
হালিমা আক্তার
চমৎকার প্রশ্নের বাহারে সাজানো কাব্য গাঁথা। শুভ কামনা।