বাতাসে শারদীয়া উতসবের গন্ধের সঙ্গেই এসে মিশেছে জ্বিলহজ্ব মাসের পবিত্র হজ্বব্রতের “লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক” ধ্বনিও। আজ সৌদিতে ছাব্বিশ লক্ষের বেশি মুসলমান আল্লাহ-র রহমতের নেয়ামত হিসেবে এককাতারে দাঁড়িয়ে ঈদ-উল-আজহা-র নামাজ শেষে কুরবাণীর ফরজ আদায়ে শুকরিয়া আদায় করে হজ্বব্রতের শিক্ষা নিয়েই যে যার গন্তব্যে ফিরে যাবেন। তাঁরা সেথায় আল্লাহ-র কুরআনের নির্দেশ অভিন্নভাবে মেনেছেন। মীনায় প্রতীকি প্রস্তর ছুঁড়েছেন শয়তানকে বিতাড়ন করতে। যদিও অন্তর হতে শয়তানের শয়তানি কতটা বিতাড়ন সম্ভব সেই প্রশ্নটি আসে।
সমগ্র বিশ্বে মুসলমান আজ তাদের অন্ধ ধর্মান্ধ উগ্রবাদের ঔদ্ধত্বে নিন্দনীয় অবস্থানেই। অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ এই বাংলাদেশের হাজার বছরের সকল ধর্মের পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্য বিনষ্ট ধর্মের নামধারী অধর্মকারী দলের দৌরাত্মে। তারা বিগত কয়েক বছর ধরে ধর্মীয় সম্পীতি বিনষ্ট করে একাত্তুরের মহান চেতনা ধ্বংসের জন্য মরিয়া। বিরোধীতার নামেই তারা দেশ ও দশের সম্পদ ধ্বংসের জ্বালাও-পোড়াও কর্মকান্ডের মধ্য দিয়েই রাষ্ট্রের বিরুদ্ধে বহুবিধ উস্কানীময় পরিকল্পনায় মত্ত-উন্মত্ত। কিন্তু, তারপরেও আজকের তরুণ প্রজন্ম অনেক সচেতন বলেই তারা একাত্তুরের চেতনার পক্ষেই অবস্থান নিয়েছে। এই তরুণ প্রজন্মই আসছে দিনের সৈনিক রূপে চেতনাবিরোধীদের হটাবে একদিন। এমন বিশ্বাসেই আজও বেঁচে রয়েছে আমাদের মতোন কালের স্বাক্ষীরা। সেই দিনটি দেখে মরেও সুখ। তারই স্বপ্নে কী-বোর্ডে আঙুল চালিয়ে লিখি পঙক্তিমালা। আগামী কাল বাংলাদেশের মুসলমান পালন করবে ঈদ-উল-আজহা-র নামাজ শেষে পবিত্র কুরবাণী। বাংলাদেশের মানুষ যেন অন্তর হতে বিদ্বেষবিষ বিসর্জন দিয়েই কুরবাণী-র আদর্শগত ত্যাগের শিক্ষাটি নিয়ে দেশকে অগ্রসরমান ধারায়, চেতনার মহান ঐতিহ্যে এগিয়ে দিতে শপথ নেয় – প্রার্থনা এই। একই সঙ্গে আমার সদ্যলেখা পঙক্তি শুভেচ্ছা হিসেবে শেয়ার করছি।
অজবিথীকা আজও টানে …
পিছুটানময় অজস্র আশ্চর্য গানে!
তারই ছায়ান্ধ গন্ধে …
তুমুল রঙের সঙ্গে সখ্যতায় কাটাই সকালসন্ধে!
অসুখবিসুখ তুচ্ছ তারই পড়ন্ত শত তুলোমেঘের মায়াবী ঘোরে …
পাঁজরজাগা গানের সুরেসুরে!
গানগুলি যে ডুবেই যেতো মিথ্যাচারের কুটিল কালো স্রোতে …
ভাগ্যিশ জন্মেছিলাম সত্যবদ্ধ কালের অপাপবিদ্ধ রক্তগর্ভপাতে!
বাংলামায়ের সেই মহাকাল সেই মহতি উথালপাথাল গণজোয়ার …
কেউ দেখেনি জগতলোকে মুক্তিকামী বজ্রশপথ নেতার!
যে যা বলুক মিথ্যুক আর বিভ্রান্ত নিন্দুক বিশ্ব জানে এদেশটা কার দান –
কার ডাকে সাড়ে সাতকোটির হৃদয়ে বেজেছিলো অজর মুক্তির গান!
এই যে গানের কথা লেখামাত্র মরাগাঙেও জোয়ার এলো –
এইতো বলার ছিলো বলেই অকালমৃত অস্থিমজ্জাতেও গান এলো!
সে গানগুলি পঙক্তিঘোরে উড়েউড়ে –
শুধোয় হৃদয় জুড়ে – “কিগো মনে পড়ে?”
তখন গহন জলেস্থলে একাত্তুরের ঝংকৃত ঢেউ আসে ফিরে –
তখন গহন স্বপ্নপোড়া রক্তগানে চেতনারা আসে ফিরে।।
১৫ অক্টোবর ২০১৩ ইং
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
হায়েনারা সদা তৎপর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য
বার বার হানা দেয় তারা শকুনের মত
অজেয় বাঙ্গালী ব্যর্থ করে দিবেই এই সব হায়েনা , শকুনের চক্রান্ত।
শুভেচ্ছা পড়ে অবিভুত আপু।
ঈদ মুবারক।
নুরুন্ননাহার শিরীন
জিসান, আমাদের বিশ্বাস সত্য বলেই জয় আমাদেরই অবধারিত, বিশ্বাসের জোরেই শকুনেরা একাত্তুরেও পরাজিত, একুশ শতকেও তাদের পরাজিত করাই চাই … ঈদ মুবারক।
আদিব আদ্নান
আমাদের ঐতিহ্য অসাম্প্রদায়িকতার বন্ধনে আবদ্ধ ।
এটি ভাঙ্গা যাবে বলে মনে করি না , যদিও চেষ্টা চলছে অবিরাম ।
আপনাকে ঈদের শুভেচ্ছা ।
নুরুন্ননাহার শিরীন
আদিব, আমারও বিশ্বাস এমনই। হাজার অপচেষ্টাতেও আমাদের চেতনা, জাতিগত বাঙালি ঐতিহ্য ভাঙা যে অসম্ভব, তারপরেও দা-কুড়াল-এর হুমকি-ধমকির বিরাম নাই …
ঈদ-উল-আজহা-র শুভেচ্ছা।
নীলকন্ঠ জয়
আপুনি,ছোট ভাইয়ের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা সুন্দর লেখাটির জন্য।
সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ছে দ্রুত। পক্ষান্তরে অসাম্প্রদায়িক মানুষের অভাব নেই কিন্তু। পাল্লাটা ভারীই। আর খালি কলসী বাজবে বেশি। আমাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিলেই হলো।
শুভ কামনা। -{@
নুরুন্ননাহার শিরীন
জয়, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার স্বদেশ আমাদের। এদেশে সাম্প্রদায়িক উস্কানি সফল হবে না শত হুংকারেও। অভিন্ন আমরা ঐক্যবদ্ধ থাকলে কারও বাপের সাধ্য নাই যে চিড় ধরায়। শুভাশিষ সবসময়। 🙂
শুন্য শুন্যালয়
সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ আপু… শুভ কামনা জানবেন…
নুরুন্ননাহার শিরীন
ভাই, তোমাদেরই জন্য আমার লেখালিখি … আমিও অভিন্ন তোমাদেরই একজন। অনেক শুভাশিষ …
প্রজন্ম ৭১
সাম্প্রদায়ীকতার বিষ দাত উপড়ে ফেলতে হবে ।
খুব ভালো লিখেছেন আপু ।
নুরুন্ননাহার শিরীন
ঠিক বলেছো ভাই, তোমাদেরই দিকে তাকিয়ে বেঁচে আজও আমাদের মতোন চেতনাধারীরা …
খসড়া
জয়, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার স্বদেশ আমাদের।
এদেশে সাম্প্রদায়িক উস্কানি সফল হবে না শত হুংকারেও।
অভিন্ন আমরা ঐক্যবদ্ধ থাকলে কারও বাপের সাধ্য নাই
যে চিড় ধরায়। শুভাশিষ ।
আপনার মন্তব্য আপনাকেই জানালাম। 🙂
নুরুন্ননাহার শিরীন
খসড়া ভাই, সত্যই অভিভূত হোলাম! 🙂
যাযাবর
এদেশ পরিচালিত হবে অসাম্প্রদায়িক চেতনায়। সাম্প্রদায়িকতার স্থান নেই এখানে ।
নুরুন্ননাহার শিরীন
এইতো চাই … চাওয়া এবঙ বিশ্বাস এই। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা।
আফ্রি আয়েশা
লেখা ভালো লেগেছে … এদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই
নুরুন্ননাহার শিরীন
আফ্রি আয়েশা, এই কথার পর কোনও কথা চলেনা …
স্বপ্ন
ধর্ম কে নিয়ে ধান্দা বাজী এদেশে চলতে দেয়া হবে না। ভালো লেগেছে লেখা , আপা।
নুরুন্ননাহার শিরীন
“ধর্মকে নিয়ে ধান্দাবাজী এদেশে চলতে দেয়া হবে না” দারুণ বলেছো স্বপ্ন, এটাই চাই …