আঙুরের ঘুম ভেঙে গেলে খসে পড়ে বোটা ছিঁড়ে,
তারপর মদ হয়ে যায় সে শরীর।
পৃথিবী দুলে, দুলে চকচকে চোখে গহীনের নীড়।
আসমানের টনক নড়ে যায়, মেঘে মেঘে শুরু হয় নৃত্য।
তীব্র আলোর ঝলকানিতে উল্লাসিত মদের গেলাস,
বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে পোষা যতো ভৃত্য।
আঙুরের ঘুম ভেঙে গেলে কামের শেষ বিন্দু থেকে
নেমে আসে ঘাম,
ধারালো তরবারির মতো ছিঁড়ে ফেলতে পারে নিখুঁত শরীর
ও শাদা পায়রার গোপনীয় খাম।
আঙুরের ঘুম ভেঙে গেলে, কোলাহলে পাখি উড়ে যায়।
যে পাখি কারাগার মেনে নিয়ে কারাগারে ঘুমায়,
সে-ও উন্মাদ হয়ে মিছিলে নেমে যেতে চায়।
আঙুরের ঘুম ভেঙে গেলে, কলম তরবারির মতো
বজ্রবেগে কেটে ফেলে কালো কৃশকায় মস্তক।
আঙুরের ঘুম ভেঙে গেলে শেষ রাস্তায় দাঁড়িয়ে থাকে
একটি যুবক।
লোকে তারে মাতাল বলে, ভয় পেয়ে ছেড়ে দেয় পথ।
আঙুরের ঘুম ভেঙে গেলে বহুদিন ঘুমিয়ে পড়ে নগরী।
আঙুরের ঘুম ভেঙে গেলে রাস্তাঘাটে আবারো দেখা যায় সেই যুবকের বোতাম খোলা রক্তাক্ত ছবি।
৬টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ব্যক্ততা!
আন্তরিক শুভ কামনা জানবেন সতত!
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর স্যালুট জানাই এরকম ভাবে লেখতে পারি না কবি দা ভাল থাকবেন
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আসলে আমি খুব ভাল একটা লিখতে পারিনা।
হালিমা আক্তার
অসাধারণ শব্দ শৈলী ও চমৎকার উপমা। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।