আকাশ রঙের ভুল

আগুন রঙের শিমুল ১৩ মার্চ ২০১৭, সোমবার, ০৮:০২:৩৮পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আকাশের রঙ পাল্টে যায় –
প্রতিটি বেগোনভিলিয়ার মতো, অ-সুখী বেগুনি,
অথচ তার বুকের ভেতর রঙহীন সাদা।

প্রতিটি বিষন্নতা গন্ধফুলের পরাগরেনু মেখে
ছুয়েঁ দিতে চায় দিন, দেখেনা আকাশচুরি হয়ে গেছে।
নীল নেই আর, বুকের কাছে মৃত চড়াই –
শক্ত হিম পাখায় সাবেক স্বাধীনতার ঘ্রাণ।

উচ্ছসিত আলোর ছটায় মগ্ন সকলই –
বেগোনভিলিয়ার বুকের রঙের আকাল,
চড়াইয়ের মৃত উল্লাস, বিপন্ন আকাশ;

বীপরিতে, জানালায় জেগে থাকে আলো
সাঁঝরাত, মাঝরাত, ধলপহরে –
সাঁওতালী মাদলের মতো বেজে যায়,
এক ঘর, এক বাড়ি, একটাই জানালা ; পাশাপাশি
তবু চুপচাপ মাঝরাতে কেদে ওঠে কেন জলরাশি।

৬৬৯জন ৬৬৯জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ