মানতে পারিনি এ নাগরিক কোলাহল
তাই আমি সভ্য নই!
তোমাদের এই যান্ত্রিক নগরীতে
আমি মানুষ খুজে ফিরি
তোমাদের মত রোবট হতে পারিনি বলে
আমি মানুষ নই
আমি কি?
বিস্ময়ে আমি নিজের পানেই তাকাই
ধর্ষিত সে ফুল বিক্রেতা
কিশোরী বালিকা
ধর্ষিত আজ জাতী….
আমি মানুষ নই
কালো কাচের গগজে আমার চোখ নয় বন্দী।
আমি চারচোখে দেখিনি বলে
আমি মেধাশূন্য
আমি বখাটে বালকের দলপতি
তোমার হারামের টাকা খেয়ে যে যন্ত্রনা শরীরে বাধে
হার্ট হয়ে যায় ব্লক
সে খবর রাখো কি?
তোমার টাকায় বাবা তোমায় না ডেকে
ডাকছে ইয়াবাখোর তার নেশাকে
সে সন্তান নিয়ে তুমি গর্বিত?
ওহে হারামখোর আমি এসব অস্বিকার করছি
১৫টি মন্তব্য
মিথুন
অন্যের মানায় কিছু যায় আসেনা। নিজেকে নিয়ে গর্বিত হোন————-
হৃদয়ের স্পন্দন
সে চেষ্টাই করে যাচ্ছি অনবরত
লীলাবতী
হুম ভালোই লিখেছেন। তবে পোষ্ট দিয়ে হাওয়া।আমার মত কয়েকজন বেকার আছেন,আপনার পোষ্টে মন্তব্য করবো,আর আপনি এসে জবাব দিয়ে আবার হাওয়া হবেন। ব্যাস্ত থাকা উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভালো 🙂
হৃদয়ের স্পন্দন
কথায় আছেনা আজাইরা মানুষের বেহুদা ব্যাস্ততা আমি মনে কয় সেরাম লোক
শুন্য শুন্যালয়
এহেন রোবটদের অস্বিকার করাই উচিত। অসভ্য হয়েই না হয় থাকলাম। ভালো লিখেছেন।
হৃদয়ের স্পন্দন
অস্বীকার করে তো নিজের অস্তিত্ব আজ বিলীনপ্রায়
ধন্যবাদ মন্তব্য প্রচুর ভালো লেগেছে।
ছাইরাছ হেলাল
বেশ রেগে আছেন দেখছি।
হৃদয়ের স্পন্দন
হ্যা ভাই, দেখে দেখে বিরক্ত হয়ে পড়ছি
মরুভূমির জলদস্যু
##তোমার টাকায় বাবা তোমায় না ডেকে
ডাকছে ইয়াবাখোর তার নেশাকে##
খাঁটি কথা বলেছেন।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ মন্তব্য মনে ধরেছে
জিসান শা ইকরাম
ছোট কবিতাটিতে অনেক শক্তি
ভালো কবিতা।
হৃদয়ের স্পন্দন
আপনি আমার প্রতিটি লেখা পড়েন, আর হৃদয় ছোয়া মন্তব্য, ভাল লাগে ভাইয়া, ভালো থাকুন
প্রহেলিকা
ক্ষোভ! বেশ লেগেছে লেখা,
**তোমাদের মত রোবট হতে পারিনি বলে
আমি মানুষ নই**
চরণে চরণে শ্লেষ ! দারুন।
হৃদয়ের স্পন্দন
হ্যা, ক্ষোভ সত্যিই ক্ষোভ আমার ঘৃণ্য রোবটদের প্রতি
হৃদয়ের স্পন্দন
:;