অস্বীকার

হৃদয়ের স্পন্দন ১৩ ডিসেম্বর ২০১৪, শনিবার, ১২:৪৫:৪৫অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

মানতে পারিনি এ নাগরিক কোলাহল
তাই আমি সভ্য নই!
তোমাদের এই যান্ত্রিক নগরীতে
আমি মানুষ খুজে ফিরি
তোমাদের মত রোবট হতে পারিনি বলে
আমি মানুষ নই
আমি কি?
বিস্ময়ে আমি নিজের পানেই তাকাই
ধর্ষিত সে ফুল বিক্রেতা
কিশোরী বালিকা
ধর্ষিত আজ জাতী….
আমি মানুষ নই
কালো কাচের গগজে আমার চোখ নয় বন্দী।

আমি চারচোখে দেখিনি বলে
আমি মেধাশূন্য
আমি বখাটে বালকের দলপতি
তোমার হারামের টাকা খেয়ে যে যন্ত্রনা শরীরে বাধে
হার্ট হয়ে যায় ব্লক
সে খবর রাখো কি?

তোমার টাকায় বাবা তোমায় না ডেকে
ডাকছে ইয়াবাখোর তার নেশাকে
সে সন্তান নিয়ে তুমি গর্বিত?
ওহে হারামখোর আমি এসব অস্বিকার করছি

১জন ১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ