অস্পৃশ্য

বায়রনিক শুভ্র ৩ এপ্রিল ২০১৩, বুধবার, ১১:১৭:৫৫অপরাহ্ন বিবিধ ৪ মন্তব্য

হারিয়েই তো গেলাম,
কই খুজতে তো আসলেনা?
টুনটুনির ডানা ছুয়ে তোমার সেই শপথ আজ
কুকুরের মূত্রের মত পবিত্র তুলসী গাছের শিকড়ে গড়াগড়ি খায়।
পবিত্র শালগ্রাম শিলাও তোমাকে বদলাতে পারল না
মন্দিরের সুশোভিত প্রতিমার মত তুমি
অচ্ছুৎ থেকে গেলে
আমার মত পতিত শুদ্রের কাছে।

৫১৮জন ৫১৮জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ