হারিয়েই তো গেলাম,
কই খুজতে তো আসলেনা?
টুনটুনির ডানা ছুয়ে তোমার সেই শপথ আজ
কুকুরের মূত্রের মত পবিত্র তুলসী গাছের শিকড়ে গড়াগড়ি খায়।
পবিত্র শালগ্রাম শিলাও তোমাকে বদলাতে পারল না
মন্দিরের সুশোভিত প্রতিমার মত তুমি
অচ্ছুৎ থেকে গেলে
আমার মত পতিত শুদ্রের কাছে।
৪টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
কথাগুলো ভাল লাগল
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা ।
বনলতা সেন
ছোট কিন্তু বেশ ভালো কবিতায় মুগ্ধতা ।
লীলাবতী
সুন্দর কথা মালা ।