আমার নিউইয়র্কের বাড়িতে বেড়াতে এলেন সমবয়সী এক কাজিন। ইউরোপে নিজের ব্যবসা, পরিবার নিয়ে বর্তমানে জীবন যুদ্ধে সফল একজন মানুষ সে। খাবার টেবিলে গল্প করছি আমরা। শৈশবের অনেক স্মৃতি আমাদের। বলল, ” জানিস, ছোটবেলায় গ্রাম থেকে শহরে তোদের বাসায় বেড়াতে এলে তোর আম্মা চুপিসারে হাতে টাকা গুঁজে দিতেন কিছু কিনে নেবার জন্য। কি যে খুশি লাগতো !” কথাগুলো বলার সময় তাঁর চোখে, মুখে ছেলেবেলার নিস্পাপ, সরল এক “অল্পতেই অসীম আনন্দ” খেলে গেলো যেন । 

আমি যখন ছোট, নানু মাঝে মাঝেই বেড়াতে আসতেন নানান রকম পিঠা, গাছের ফলমূল নিয়ে। ভীষণ ব্যক্তিত্বসম্পন্ন এক মানুষ ছিলেন। দু’দিন পর ফিরে যাবার সময় আড়ালে নিয়ে “বাবা-মা’র কথা শুনবা… ঠিক মত লেখাপড়া করবা… ” টাইপের কিছু উপদেশ দিতেন। অতঃপর হাতে টাকা গুঁজে দিয়ে বলতেন, “তোমার যা মন চায়, কিনে খাইয়ো”। নিতে চাইতাম না। তবুও দিতেন। জোর করেই দিতেন। ভেতরে অদ্ভুত এক আনন্দ খেলে যেতো। গোটা পৃথিবী হাতের মুঠোয় পেয়ে যাবার আনন্দ ! একটা সময় বিষয়টি এমন দাঁড়ালো যে, প্রতিবার নানু ফিরে যাবার সময় ভীষণ মনখারাপের মাঝেও গোপন অপেক্ষা ছিল, কখন আড়ালে ডেকে সকলের অগোচরে হাতে টাকা গুঁজে দিয়ে বলবেন, ” তোমার যা মন চায়, কিনে খাইয়ো”। আর সেই টাকা হাতে আমি যেন বিরাট সম্পদের মালিক বনে গিয়ে পাড়ার খেলার সাথী দিনা’কে দেখাবো, বাহাদুরি করবো, গর্বে বীর দর্পে এমাথা-ওমাথা হেঁটে বেড়াবো।

আমরা বড় হয়েছি। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে জীবন যুদ্ধে টিকে থাকার প্রানান্তকর চেষ্টা শেষে যার যার অবস্থানে ভাল আছি। কিন্তু ছোটবেলার সেই ছোট ছোট পাওয়াগুলো জীবনের সকল পাওয়ার আনন্দকে ছাপিয়ে আজো সেরা পাওয়া হয়ে জ্বলজ্বল করছে স্মৃতিতে।

ভীষণ ব্যস্ত এই শহরটিতে যখন সন্ধ্যা নামে, মৃদু আলোয় একাকি পথ চলার সময় এখনো যেন শুনতে পাই, ধবধবে পরিচ্ছন্ন সাদা শাড়ি পরিহিতা ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন এক নারীকণ্ঠ __ “তোমার যা মন চায়, কিনে খাইয়ো “।

আমার সমবয়সী কাজিনও হয়তো ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে ইউরোপের কোন এক রাস্তা ধরে বাড়ির দিকে হেঁটে যেতে যেতে শুনতে পায় আমার মায়ের কণ্ঠ __”কিছু কিনে নিও, তোমার যা মন চায়”।

এটি সম্ভবত আমাদের সকলেরই শৈশবের গল্প।

জীবনের অনেক উত্থান-পতন এর মাঝেও এমন কিছু সুখকর স্মৃতি নিয়েই আমরা বেঁচে থাকি। তবুও বেঁচে থাকি।

রিমি রুম্মান

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

 

৫০৬জন ৫০৬জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ