
কে তুমি?
চাইছো কি, এ পথ প্রান্তরের গভীর শালবনে।
কি চাইছো তুমি,
নাকি শরতের শিউলি ঝরা সকাল?
জানো না তুমি,
শরৎ আসতে যে এখনো ঢের দেরি।
বড্ড অভিমান করে আছো, তাই না বুঝি ?
সকাল থেকে অঝোর ধারায় ঝরছে শ্রাবণের বৃষ্টি।
নিমের কচি পাতা মাথা নুয়ে আছে।
উঠোনের ভেজা মাটিতে আছে পড়ে মাধবীলতা।
ঐ দূর থেকে গঙ্গার সুধাময় মৃত্তিকার সুগন্ধি আসছে ভেসে।
এখানকার মাটি উর্বর পলি।
সেখানের সজনের ডাঁটা বিখ্যাত। সন্ধ্যা হলে চারদিকে কামিনী ফুলের সুগন্ধিতে মম করে।
অভিমানী,
তুমি শরতের শিউলি ঝরা ভোর দেখবে বলে বড্ড অভিমান করে আছো, তাই না?
অথচ শরৎ এখনো আসেনি।
এখনো ঢের দেরি শুকনো পাতায় গেরুয়া বিকেল দেখা।
এখনো ঢের দেরি হরিলুটের মতো ঝরে পড়া শরতের সে শিউলি ঝরা সকাল।
শুনো,
অভিমানী আর কখনো অভিমান করো না।
কথা দিলাম, শুভ্র কাশফুলের ডাঁটা তোমার চুলের খোঁপায় গুঁজে স্বস্তির বিকেল কাটাবো।
সে বিকেল শেষে শরতের এক পূর্ণিমায় তোমায় নিয়ে ভোরের পুষ্পবৃষ্টিতে স্নাত হবো।
স্বর্গীয় সুখের বন্দনে পারিজাত ফুলের সুগন্ধি নেবো।
পূর্ণচন্দ্রের আলোতে দুজন মিলে প্রণয়ের প্রদীপ প্রজ্বলন করব।
বলো অভিমানী,
আর কখনো অভিমান করবে না?
..
ছবিঃ সংগৃহীত।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অভিমান ভুলে মিলে মিশে একাকার হয়ে যান। এমন অভিমান না থাকলে ভালোবাসা ঠিক জমে না। চমৎকার প্রেমের কবিতা। অফুরন্ত শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
একদম,
একরাশ শুভেচ্ছা, দিদি।
হালিমা আক্তার
অভিমানের খেয়া ঘাটে ভালোবাসার নোঙর শক্ত হয়ে বেঁধে থাকে। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
ধন্যযোগ, দিদি।
রেজওয়ানা কবির
হুম আমি বড্ড অভিমানী, চাইতো শুধু তোমার কাছেই, সে শরৎ কত দেরীতে আসুক!!!.
ভালোবাসা আর অভিমান জমে ক্ষীর।
শুভকামনা ভাইয়া।
প্রদীপ চক্রবর্তী
বেশ বলেছেন।
সাধুবাদ,দিদি।।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক মনভাব প্রকাশ কবি দা
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
আরজু মুক্তা
অভিমান না থাকলে ভালোবাসা প্রাণ পাবে কী করে? অভিমানী অভিমান ভাঙ্গবে না
প্রদীপ চক্রবর্তী
সত্যিই তো!
শুভেচ্ছা নেবেন, দিদি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিমানীর অভিমান ভাঙ্গার দারুণ প্রকাশ — বলো অভিমানী,
আর কখনো অভিমান করবে না?
প্রদীপ চক্রবর্তী
অভিমান আছে বলে অভিমানী এতো অভিমান করে।
ভালো থাকুন, দাদা।
রোকসানা খন্দকার রুকু
অভিমানীকে যতগুলো প্রতিশ্রতি গেয়া হয়েছে তাতে সে আর দুরে থাকবে বলে মনে হয় না। এভাবেই জয় হোক ভালোবাসার!!!!
প্রদীপ চক্রবর্তী
একদম তাই হোক।
ধন্যযোগ,দিদি।
রিতু জাহান
অভিমান করলে কাশফুলের ডাটা!!
ফুল নয়?
তবে তো মেয়ে অভিমান করবেই।
পূর্ণচন্দ্রের আলোতে পাহাড়ি কোনো শনের ঘরে কাঁদে কাঁধ রেখে শুনিয়ে নিতে হবে হাজার রাতের গল্প।
অভিমান ভেঙে পড়ুক মেয়ের,,,শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
তাই হোক।
একরাশ শুভেচ্ছা জানবেন।।
তৌহিদুল ইসলাম
মুছে যাক গ্লানি, ঘুচে যাক অভিমান। ভালোবাসা ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে। সুন্দর লিখেছেন দাদা।
শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দাদা।
ভালো থাকুন।