কোন সময় এসে যাচ্ছে রে ভাই
যুদ্ধ- যুদ্ধ খেলা, বাঁচার ইচ্ছা নাই;
ভগে যাচ্ছে শুধু দেশ মাটির প্রেম!
তবু ঈশ্বর নেই- তাদের মনে শুধু
রক্তচক্ষু খেলার ফ্রেম; অথচ বংশের
মধ্যে দেখেনি কখন বড় অপারেশন
চলে গেলো বুকের মধ্যভাগে দিয়ে;
ভবিষ্য বুঝি ভয়ঙ্কর- তবু সাবধানতার
দোসর খুব ভাবছি অভাব! অতঃপর
শেষ হোক যুদ্ধ-যুদ্ধ খেলার অভিশাপ।
২৩ শ্রাবণ ১৪২৯,০৭ আগস্ট ’২২
৪৫৯জন
৩৩৯জন
৮টি মন্তব্য
নার্গিস রশিদ
যুদ্ধটা শেষ হোক , সবার আশা পূরণ হোক, দুনিয়া থেকে লোভ লালসা দূর হোক ।সময় উপযোগী ভাব প্রকাশ। শুভ কামনা ।
আলমগীর সরকার লিটন
জি নার্গিস আপা সুন্দর বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন——–
হালিমা আক্তার
কবে যে এ খেলা শেষ। পৃথিবীতে শান্তি আসবে। চারদিকে বৈরী হাওয়া। সুন্দর কবিতা। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু খুব তারাতারি শান্তি আসুক
ভাল ও সুস্থ থাকবেন———-
হালিম নজরুল
মনের মধ্যে যুদ্ধ খেলে যাচ্ছে এখন
আলমগীর সরকার লিটন
জি কবি নজুরুল দা
ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানেই যুদ্ধের মাঠে দন্ডায়মান এক সৈনিক কবি দা।
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রইল পাতায়।
আলমগীর সরকার লিটন
সুন্দর কমেন্ট কবি দা
ভাল ও সুস্থ থাকবেন——–