রাতের অনিয়ন্ত্রিত গর্ভে বেড়ে উঠছে অনির্বাচনীয় কিছু কষ্টের ভ্রুন!
টেবিলে রাখা ঘড়িটা ফুলহীন কাটায় ভর করে এগিয়ে চলছে মৃদু শব্দের আওয়াজে। প্রসবের যন্ত্রণা ঠোঁটে ঠোঁট চেপে ধরে আছি…. কখন ভূমিষ্ঠ হবে কাঙ্খিত শব্দের সদ্যজাত শিশু। সারিবদ্ধ মিছিলের আওয়াজ শুনতে পাই, শুনতে পাই জমা পড়ে আছে হিসেবের গড়মিল লাল ফাইলে। একবুক ভর্তি শুন্য বাতাস ছটফট করছে বেরিয়ে জানালায় ভর করবে বলে।
খিরকীর ওপারে অজস্র বেগুণী ফুলের বাহার। দেখতে দেখতে প্রসবের যন্ত্রণা তীব্রতর আকারে রুপ নেয়।
একেকটা রাতের টুকরো দ্বিধান্বিত পসরায় নিজেকে সাজায় নির্বোধ প্রশ্নের কাঠিন্যে। সহজ বলে কিছু নেই….. তবু রাত বাড়ে- বাড়তে থাকে মাটি থেকে জলের দূরত্বের মত। দূরে দাঁড়িয়ে থাকে কম্পাস বিহীন জাহাজ; মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা জলসৈনিক জানে কেমন করে গিলতে হয় ভগ্নাংশের অবশিষ্ট…..
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
❝. তবু রাত বাড়ে- বাড়তে থাকে মাটি থেকে জলের দূরত্বের মত❞ অথচ মাটির গভীরে থাকে জলের অণু!
রাতের নিস্তব্ধতা কাছে ডাকে একান্তের নৈকট্য। বিক্ষিপ্ত শব্দেরা ভীর ঠেলে মুখোমুখি হয় একার আমিতে।
আমি,একাত্ম, অঝোর শব্দের ঢেউ মিলেমিশে রয় একসাথে,,, অবশিষ্টাংশ বলে কিছই থাকে না আর!
বন্যা লিপি
ভগ্নাংশের অবশিষ্টাংশটুকুও গিলে নেয়া সময়ের কৌণিক কড়ালে। আমিত্ব,একাকিত্ব নাছোড়বান্দা নিপতিত, দহনের দখলে।
( পুরোনো কিছু লেখা জমা ছিলো/আছে। তা থেকেই……)
তোমাকে খুঁজেছিলাম।
আলমগীর সরকার লিটন
বেশ মায়াবি ভাবনা কবি আপু আগাম ঈদ মোবারক জানাই
ভাল ও সুস্থ থাকবেন
বন্যা লিপি
আপনাকেও আগাম ঈদ মুবারক লিটন ভাই।
জিসান শা ইকরাম
একদিন ঠিকই আলোর মুখ দেখবে শব্দ সন্তানরা,
অপেক্ষা শুধু সেদিনের,
শব্দ গুচ্ছ কিন্তু ঠিকই প্রকাশ হচ্ছে লেখায় 🙂
শুভ কামনা।
বন্যা লিপি
কয়েকমাস আগের লেখা চালিয়ে দিয়েছি। অনেকদিন নতুন কোনো লেখা লিখতে পারছি না। জমাগুলোই একে একে এখানে এনে রাখব ভাবছি।
ভীষণ দহনকাল চলছে।
আপনিও ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
এখানে অপ্রকাশিত লেখা সংগ্রহ করা সবচেয়ে ভালো।
লেখা গুলো এক স্থানে পাওয়া যাবে তা হলে।
বন্যা লিপি
মাঝে মাঝে ইঞ্জা ভাইজানে রাগ দেহায় বইলা সাহস পাইনা🙂 সে খালি কয়, “ব্লগটা কবিতা’র হয়ে যাচ্ছে” অথচ আমি কবিতা লিখতেই পারিনা। মৌলিক লেখাও তো লিখি! যদিও তাও সব আমারই অভিজ্ঞতা সম্পন্ন। আরেকটা লেখা রেডি করছি।
হালিমা আক্তার
শব্দের সদ্যজাত শিশুরা ভূমিষ্ঠ হোক। নতুন নতুন লেখার অপেক্ষায় রইলাম।
বন্যা লিপি
আপনার লেখা কই? অনেকদিন লেখেন না।
যা ইচ্ছে তা লিখব সাথে পেলে। লেখা আমার আত্মতৃপ্তির জায়গা।
সুপর্ণা ফাল্গুনী
শব্দরা ভূমিষ্ঠ হোক, প্রস্ফুটিত হোক, সুবাস ছড়াক সৌন্দর্যের অফুরন্ত পরিপূর্ণতা নিয়ে। লেখালেখির খরাতে আমিও পুড়ছি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি
বন্যা লিপি
আশির্বাদ খুব দরকার দিদি। ভীষণ খরায় ভূগছি।নিরাপদে থাকুন, ভালো থাকুন।
তৌহিদুল ইসলাম
প্রসব বেদনা জগতের সবচেয়ে কঠিনতর কষ্টগুলির একটি। যে ভ্রুণ জগতের আলো দেখার অপেক্ষায় থাকে তাকে গর্ভে ধারণকারী জানেন এর মাহাত্ম্য। শব্দেরা আলোর মুখ দেখুক। সোনেলা আছে সোনালি আলোর মায়া ছড়িয়ে।
শুভকামনা আপু।
বন্যা লিপি
সেনেলা আছে সেনপলার মায়া ছড়িয়ে। আছে বলেই চলছিলাম নির্ভরতার সিড়ি বেয়ে। কি জানি! কতটা আর পারব এগোতে!
ভালো থাকবেন ভাই।
শুভ কামনা।
আরজু মুক্তা
শব্দের সুদীপ্ত চিৎকার যখন শুনতে পান। তখন তা বাক্য হয়েই আসবে। সোনেলায় সোনা হয়ে নিশ্চয় আলোর মুখ দেখবে শব্দগুলো।
শুভ কামনা
বন্যা লিপি
আসুক সে সুতীব্র চিৎকার। লিখতে না পারা এক মহা যন্ত্রণা।
রোকসানা খন্দকার রুকু
পুরোনো ঘাটতে ঘাটতেই নতুনরা বেডিয়ে আসবে নিশ্চিত । তবে এ সমস্যা সবার। এমন খরায় সবাই ভোগে।
শুভ কামনা আপু।
বন্যা লিপি
পুরোনোই ঘাটছি, নতুন কিছু না আসা পর্যন্ত।
শুভ কামনা।