চায়ের কাপে ফার্স্ট চুমুক–
পরিষ্কার সকাল চোখ মেলল
মেঝেতে পড়ে থাকা অপ্রেমের যন্ত্রনাগুলো
আবার আমাকে জড়িয়ে ধরল।
#
ফোটা ভাতের ফ্যানে লুকোতে চাইলাম
পুড়ে পুড়ে গ্যাসের ছাই—
হাত পা ঘর ঝাঁট দিচ্ছে
মনের বেডসীট কাঁকড়াবিছার বিষে অস্থির
অমৃতে ডুবে বিষে বিষ ঘষি–যখনই দেখা –তখনই হেসে“হাই”—?
#
যাবে যখন চলেই
বসে একটুখানি কলাপাতা চিবাও
ভালোবাসা যদি ভালোবাসা হয়
শীতেও ঘাম বইলে—শুষে খেও—
================
অরুণিমা মন্ডল দাস
কোলকাতা, ভারত।
একটি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনার লেখা গুলো সব সময়ই ভাল হয়,
শুভ কামনা।