পুনরাধুনিক পড়তে পড়তে হাই তুললে বাইবেল ,গীতা আমার দিকে ছুটে আসে
চোখ মুছিয়ে আঙুল দিয়ে যীশুর কবর খুঁড়ে ভগবান দেখায়
গীতার কৃষ্ণ ও অনেকবার জরাসন্ধ বধ দেখাতে চেয়েছে
ঠেলে ফেলে ধর্মীয় আবেগ ,স্বরবৃত্ত ,অক্ষরবৃত্ত, ভাব, ছন্দ, তাল, জীবনানন্দ ,রবীন্দ্রনাথ
সংক্ষেপ হতে থাকলাম যেমনটি অপ্রেমে মাথা ভাঙলে হয়
পূর্ণচ্ছেদগুলো এতোটাই কাছাকাছি হতে চাইছে
সঙ্গমে কিছু করার আগেই শেষ হয়ে যায়
যৌনাবেগ ছাতা খুলে ফোটানোর আগেই বৃষ্টি শেষ হয়ে গেল!
——————-
অরুণিমা মন্ডল দাস
কোলকাতা, ভারত।
একটি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
অসাধারণ লিখেছেন। আপনি সবসময়ই চমৎকার লেখেন। তবে এই কবিতাটি প্রিয় তালিকায় না নিয়ে পারলাম না।
সমাজের গায়ে চপেটাঘাত দিয়ে দেখিয়ে দিলেন বর্তমান সময়টাকে।