আমি হারিয়ে গেলে,
আর্তরবে ব্যকুলতা মিশিয়ে ডাকার প্রতিশ্রুতি দিয়েছিলে;
যদি ডাকতে পাতাঝরা গহীন অরন্যে….
তামাটে শুকনো পাতা বদলে যেতো সবুজ রঙে,
মেঘপুঞ্জ সরিয়ে-
অর্ধরাতে নক্ষত্র নেমে আসতো ত্রিলোকে ।
কালজয়ী চিত্র শিল্পীর দক্ষ তুলির অঙ্কনে,
ফুটে উঠে এখন অপচ্ছায়া;
ঝড়ের সাগরে নিহিত হওয়া-
অচেনা নাবিকের মুন্ডু-হাড়গোর- কলিজা নিয়ে,
ক্ষুধার্ত হাঙরদের কাড়া-কাড়ির চিত্র!
সর্বত্র লোমহর্ষক দৃশ্যপট;
তোমার ভেল্কিবাজ শাহাদাত আঙুলের স্পর্শে।
সঙীন মুহুর্তে ফিরতে যদি,
ভীরু যোদ্ধার মনোবলে- ক্ষিপ্তচিত্তে, রণস্হলে;
অকস্মাৎ বিজয় ছিনিয়ে নিতো,
শত্রুপক্ষের কাছে পরাজিত প্রায়;
সৈন্য-সামন্তের বিধবস্ত দল!
একাগ্র উৎসুক ইতিহাস বিশারদের ইতিহাসের সংকলনে,
তোমার অবদান লেখা থাকতো চঁন্দ্রকর লেখায়।
পাহাড়সম মিথ্যা প্রলোভনের
অন্তিম তামাশা ছেড়ে,
একটা প্রত্যাশিত প্রতিশ্রুতির কথা তুমি যদি রাখতে;
অভ্রভেদী আলোয় পথ খুঁজে পেতো,
মরীচিকায় পথভ্রষ্ট দিশেহারা বেদুঈন।
১২টি মন্তব্য
নাজমুল হুদা
শত কিছুর পরেও যেন কবির ব্যাকুলতা কাটছে না।
চাওয়ার আকুতি যেন নানান উপমা ঘুরে সেই ধারায় যদি ফিরে এমনটাই প্রত্যাশা সবার।
নুর হোসেন
যথার্থ বলেছেন, ভালবাসার মানুষকে ফেরানোর ব্যকুলতা শত উপমাতেও শেষ করা যাবেনা।
ভাল থাকুন।
তৌহিদ
আমাদের চাওয়াপাওয়াগুলি রঙ ছড়ায় চারপাশে, কত ইচ্ছে জাগে তা পূরণ কি আর হয়?
চাওয়ার সকল আকুতি পূরণ হোক এটাই কাম্য। ভালো লিখেছেন ভাই।
নুর হোসেন
ভালবাসা নিবেন।
আমরা সকলেই অন্যকে কাছে টেনে ভাল থাকার চেষ্টা করি।
যারা কাছে টানতে পারে তারা ভাল থাকে,
যারা পারেনা তারা আমার মত কবিতা লেখে।
ধন্যবাদ।
মাহবুবুল আলম
কবিতাটি ভাল লাগলো! ভাল থাকবেন।
নুর হোসেন
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে, আমি মোটামুটি স্বার্থক।
ভাল থাকুন।
সুরাইয়া পারভিন
প্রকাশিত প্রতিশ্রুতি রাখা যেখানে দুর্দাহ
সেখানে অপ্রকাশিত প্রতিশ্রুতি রাখা কি করে সম্ভব।
তবুও কবির বাসনা পূরণ হোক
নুর হোসেন
সবকিছু প্রত্যাশা করিনা,
অন্তত ১টা অপ্রত্যাশিত কথা কেউ যদি রাখতো কিছুটা কস্ট কমে যেত হয়তো….
-ধন্যবাদ আপুমনি।
এস.জেড বাবু
কালজয়ী চিত্র শিল্পীর দক্ষ তুলির অঙ্কনে,
ফুটে উঠে এখন অপচ্ছায়া;
ঝড়ের সাগরে নিহিত হওয়া-
অচেনা নাবিকের মুন্ডু-হাড়গোর- কলিজা নিয়ে,
ক্ষুধার্ত হাঙরদের কাড়া-কাড়ির চিত্র!
অপ্রত্যাশিত আলোড়নে রেগে আছে কবি ।
ভাল লাগল ভাই
নুর হোসেন
ভালবাসা নিবেন প্রিয় ভাই।
আমি রাগ করি বটে তবে তা অন্যের উপর প্রয়োগ করিনা,
আমারতো কবিতা আছে সেখানেই লিখে রাখি দুয়েক লাইন।
জিসান শা ইকরাম
প্রত্যাশিত প্রতিশ্রুতির কথা খুব কম মানুষই রাখে,
কবিতা ভালো লেখেন আপনি
শুভ কামনা।
নুর হোসেন
হ-য-ব-র-ল চাওয়া পাওয়ায় সবকিছুই বদলে যাচ্ছে দিনে দিনে,
প্রতিশ্রুতি এখন নিয়মে আসেনা পুর্ণও হয়না।
ডিফারেন্ট ভালবাসায় আসক্ত সম্পর্ক!
-আমি মুলত ছোট গল্প আর প্রবন্ধ লেখি, পাশাপাশি রাজনৈতিক কিছু হিজিবিজি গল্পগুজব;
ফ্রেন্ডের অনুরোধে কবিতা লিখছি, সত্যি বলতে কি কবিতা আমি পারিনা চেষ্টা করছি।
ধন্যবাদ।