অপেক্ষা করো….
আমি আসবো ফিরে,
হিংস্রতার সময় টুকুন পার করে,
তৃষ্ণার্ত চাতকের প্রহর গুনে।
আমি আসবো কোন এক শর্বরীতে,
লন্ঠনের আলো হাতে নিয়ে,
শেষ রাতে দরজা খুলে দিও তবে।
আমি আসবো চুপিসারে,
সবগুলো ভুলের ক্ষমা চাইতে,
হয়তো সময় সেদিন হারিয়ে যাবে।
আমি আসবো যাত্রাপালা শেষ করে,
ভোরের পাতায় শিরোনাম হয়ে,
শুধু বাহানা দিও বদনাম করে।
আমি আসবো চৈতালী শেষ গোধূলিতে,
অপূর্ণ চায়ের কেতলী হাতে,
মাঝ রাতে গগন বাহারী হয়ে।
আমি আসবো ঝড়ো হাওয়া হয়ে,
একলা ক্ষনের শিহরণ হয়ে,
দিবানিশি জেগে থাকা আঁখি হয়ে।
আমি আসবো সুদে আসলে সব হিসেব নিতে,
মেহেদী রাঙানো হাত হয়ে
আলেয়ার আলো হয়ে।
অপেক্ষা করো…
আমি আসবো ফিরে।
১৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আমি আসবো যাত্রাপালা শেষ করে,
ভোরের পাতায় শিরোনাম হয়ে,
শুধু বাহানা দিও বদনাম করে….
ভালো লাগলো কবিতাটি পড়ে।
সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন,
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
অপেক্ষা করো…
আমি আসবো ফিরে।
ভালো থাকুন সবসময়। কবিতার সঙ্গে থাকুন।
শুভকামনা।
ফয়জুল মহী
দারুণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় স্বাগতম। অপেক্ষা করতেই হবে এমন করে আসতে চাইলে। কবিতা খুব ভালো লেগেছে। ভালো থাকুন শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ!
অপেক্ষায় থাকলাম তবে
আমাদের পরিবারে স্বাগতম আপনাকে
সোনেলার উঠান আলোকিত হোক আপনার পদচারণায়।
ফজলে রাব্বী সোয়েব
চমৎকার পরিবেশনা।শুভ কামনা রইলো
অন্বেষা চৌধুরী
হ্যাঁ অপেক্ষা
অপেক্ষায় থাকা উচিত
যদি নিশ্চিত হওয়া যায় আসবেই
দারুণ লিখেছেন
ত্রিস্তান
আর যদি নিশ্চিত না হয় তবে কি করা উচিত?
তৌহিদ
সোনেলায় স্বাগতম। আপনার নামটি প্রোফাইলে গিয়ে যে নামে লিখতে চান সেখানে বাংলায় দিন। প্রোফাইলে ছবি দিন।
অপেক্ষা মন্দ নয়। কেউ ভালোবেসে আসবে নিশ্চিত জেনে তারজন্য অপেক্ষা করাই যায়।
ভালো লিখেছেন। নিয়মিত লিখবেন আশাকরি।
রেহানা বীথি
অপেক্ষায় রইলাম, নিয়মিত আসুন সোনেলায়। শুভকামনা রইল।
ত্রিস্তান
অসাধারণ লেখনী আপু খুব ভালো লাগলো। আপনাকে ব্লগে পেয়ে আমি ভীষণ খুশি। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ❤️
ত্রিস্তান
আপু ব্লগ প্রোফাইলে যে নামে লিখতে চান ঘরে বাংলায় নাম লেখার অনুরোধ করছি। এবং আপনার লেখা নিয়মিত আশা করছি। অনেক অনেক শুভকামনা ❤️
এস.জেড বাবু
আমি আসবো চৈতালী শেষ গোধূলিতে,
অপূর্ণ চায়ের কেতলী হাতে,
মাঝ রাতে গগন বাহারী হয়ে।
চমৎকার লিখেন আপনি। অশেষ মুগ্ধতা আপনার শব্দচয়নে।
বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা।