অপেক্ষা

রুবিনা সুলতানা ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৮:৩২:৪০অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

অপেক্ষা করো….
আমি আসবো ফিরে,
হিংস্রতার সময় টুকুন পার করে,
তৃষ্ণার্ত চাতকের প্রহর গুনে।

আমি আসবো কোন এক শর্বরীতে,
লন্ঠনের আলো হাতে নিয়ে,
শেষ রাতে দরজা খুলে দিও তবে।

আমি আসবো চুপিসারে,
সবগুলো ভুলের ক্ষমা চাইতে,
হয়তো সময় সেদিন হারিয়ে যাবে।

আমি আসবো যাত্রাপালা শেষ করে,
ভোরের পাতায় শিরোনাম হয়ে,
শুধু বাহানা দিও বদনাম করে।

আমি আসবো চৈতালী শেষ গোধূলিতে,
অপূর্ণ চায়ের কেতলী হাতে,
মাঝ রাতে গগন বাহারী হয়ে।

আমি আসবো ঝড়ো হাওয়া হয়ে,
একলা ক্ষনের শিহরণ হয়ে,
দিবানিশি জেগে থাকা আঁখি হয়ে।

আমি আসবো সুদে আসলে সব হিসেব নিতে,
মেহেদী রাঙানো হাত হয়ে
আলেয়ার আলো হয়ে।

অপেক্ষা করো…
আমি আসবো ফিরে।

১৩৮২জন ১২৭৪জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন