আচ্ছা প্রান্ত তুমি এত খ্যাত কেন?
–আমি কি করলাম? (মাথা নিচু করে)
তুমি কলেজে পড়, এখন এভাবে চলাফেরা করলে চলবে বল?
–কি করব! ছোটবেলা থেকেই এভাবে চলে আসছি।
চেঞ্জ হও বুঝছ, বলদ বলদ লাগে তোমাকে !
–(প্রান্ত মাথা নিচু করে থাকল, কোন কথা বলল না)
আচ্ছা আমি তোমাকে বলছি, কি কি করবাঃ
£ চুল বড় রাখবা, চুলে জেল দিবা
£ মাথায় তেল দিবা না
£ প্যান্ট একটু নিচে পরবা
£ শার্টের দুইটা বোতাম খুলে রাখবা
এইতো, তাহলেই চলবে, আর কিছু করতে হবে না।
–স্যরি, এগুলো আমার দ্বারা হবে না।বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছেন, ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, আমি সেভাবেই থাকতে পছন্দ করি।কারও কথায় আমি নিজেকে চেঞ্জ করতে পারব না।
তুমি এভাবে থাকলে কোন মেয়ে তোমাকে পছন্দ তো দুরেরে কথা, তোমার দিকে তাকাবেও না, বুজছ?
–তাহলে ঐ (কোন) মেয়েকে বল, তুমি যেমন চাও তেমন ছেলেকে খুঁজে নিতে।আমার যা কিছু আছে, আমি দেখতে যেমন, আমাকে যদি কেঊ পছন্দ নাও করে তাও আমি অন্যর জন্য নিজেকে চেঞ্জ করব না।
“প্রান্ত গ্রাম থেকে আসা কলেজের সব থেকে মেধাবী ছাত্র”
১২টি মন্তব্য
রাহুল উজ্জ্বল
এবং আমি,
১. চুল আমারো তো বড় হয়ে গেছে। মনে হয়। হা হা
২. তেল আর পানি দুইটা ছাড়া আমার একটা দিনও চলে না।
৩. এইটা কেরাম আমি বুঝলাম না।
৪. শার্টে বোতম একটা আমার সব সময় খোলা থেকে।
ব্লগার রাজু
আপনি আপনার যায়গায় ঠিক আছেন ভাই (y)
জিসান শা ইকরাম
যদি খারাপ কিছু থাকে , তবে তা পরিবর্তন করা উচিত ,
নিজের জন্যই খারাপ বাদ দিয়ে ভালো গ্রহন করা উচিত ।
ভালো চিন্তা ভাবনা ।
ব্লগার রাজু
জি ভাইয়া ঠিক -{@ (y) 🙂
বনলতা সেন
মেধাবীরাই মেধাবী ।
ব্লগার রাজু
একদম ঠিক 🙂 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
সহমত ।
ব্লগার রাজু
ধন্যবাদ 🙂
লীলাবতী
(y)
ব্লগার রাজু
🙂 -{@ (y)
প্রহেলিকা
সেটাই ভালো, অন্যের জন্য নিজেকে কোনো পরিবর্তনের মানে হয় না। ভালো লিখেছেন। (y)
শুন্য শুন্যালয়
কিন্তু সময় অনেক কিছু চেঞ্জ করে দেয় অন্যের জন্য ..
কিছু পরিবর্তন খারাপ কিন্তু নয়..