বর্ষার শেষে রিক্ততা যেমন প্রকৃতির সর্বাঙ্গে,
তোমা অবগাহন তেমনি নিঃশ্বাসে ।
আবেগের প্রাবল্যে দোদুল্যমান দেহ হয়না প্রশমি,
যেথা হরণ আজ চিন্তার স্বাধীনতা ।
অন্তরাত্মা একটাই সুর তুলে,
করেছে তোমা ক্রীতদাস ।
তোমা অনন্ত যৌবন শুধা লভে রেখে যেতে চাই কিঞ্চিত….,
তব তোমা দেখি আলোকবর্ষ দূরে ।
বসন্ত আজ তিরোহিত হতে চলেছে,
আমি ভুলে পেছনে ফিরতে।
গোচরে বা অগোচরে করনি ভেতরে বহন,
বোঝাবো কি করে তোমা ! নিরুত্তাপ হ্নদয়ের দহন।
৭টি মন্তব্য
অনিকেত নন্দিনী
নিরুত্তাপ হৃদয়ের দহন বোঝাতে হয়না, যার বোঝার সে এমনিই বুঝে যায়।
নাটোর শূন্য কিলোমিটার
সে তো নাই । থাকলে তো বুঝত
অনিকেত নন্দিনী
যখন হবে তখন বুঝে নিবে। 🙂
অপেক্ষায় থাকুন। জানেন তো সবুরে মেওয়া ফলে! :v
ইমন
আহারে! 🙁
নাটোর শূন্য কিলোমিটার
🙁
আবু খায়ের আনিছ
আহারে, সব তোমা হয়ে গেছে।
মোঃ ইকরামুল কবির
মামা আবেগে কান্দালাইছি।
Mah abdullah hitlu