অনুরক্ত বাসনা

আবদুল্লাহ ১৪ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৪:১২:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

বর্ষার শেষে রিক্ততা যেমন প্রকৃতির সর্বাঙ্গে,

তোমা অবগাহন তেমনি নিঃশ্বাসে ।

আবেগের প্রাবল্যে দোদুল্যমান দেহ হয়না প্রশমি,

যেথা হরণ আজ চিন্তার স্বাধীনতা ।

অন্তরাত্মা একটাই সুর তুলে,

করেছে তোমা ক্রীতদাস ।

তোমা অনন্ত যৌবন শুধা লভে রেখে যেতে চাই কিঞ্চিত….,

তব তোমা দেখি আলোকবর্ষ দূরে ।

বসন্ত আজ তিরোহিত হতে চলেছে,

আমি ভুলে পেছনে ফিরতে।

গোচরে বা অগোচরে করনি ভেতরে  বহন,

বোঝাবো কি করে তোমা ! নিরুত্তাপ হ্নদয়ের দহন।

 

৫৮০জন ৫৭৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ