আজ সেই কলাপাতা রঙ্গা শাড়িটা পরবো
গায়ে মাখবো দোলন চাপার ঘ্রান ,
কপালে দেবো সূর্য রাঙ্গা টিপ ,
ঠোঁটে সহস্র গোলাপ পাপড়ির আভা !
শুধু তোমার জন্য , তুমি এসে দেখে যাও,
ক্যামন করে এক একটা একলা বসন্ত আমি আমার খোঁপার ভাজে জমিয়ে রেখেছি !!
কোন এক ভরা পূর্নিমায় তুমি এসে আমার খোঁপার বাঁধন আলগা করবে!
বুক ভরতি তৃষা নিয়ে ,উন্মাতাল আমি তোমার বুকের পাজরে নিজেকে লুকাবো !
তুমি পরম যত্নে লালন করবে আমায় ,আমার অস্তিত্ব কে !
উষ্ণতায় সকল সপ্ন গুলো লেপটা লেপটি করে ,
অনুভুতির সোনালি চাঁদরে আচ্ছাদিত হবো আমরা দুজন !
৫টি মন্তব্য
বনলতা সেন
আপনাকে আশাবাদি হতে দেখে ভাল লাগল ।
সোনালি চাঁদের অপেক্ষায় আমরাও ।
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা
ইচ্ছেরা যেন বাস্তব হয়ে আসে ।
Ajharul H Shaikh
ChadorTa veeSon moTa hoye gelo
জবরুল আলম সুমন
সুন্দর কবিতা, আগেও পড়েছি আজ আবার পড়লাম… ভালোই লাগলো। শুভ সন্ধ্যা।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ রোমান্টিক কবিতা
চমৎকার লিখেছেন
মুগ্ধতা অনিমেষ