অনুভূতির চাদরে

সুলতানা সোনিয়া ১১ অক্টোবর ২০১২, বৃহস্পতিবার, ০২:২০:২৭অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

আজ সেই কলাপাতা রঙ্গা শাড়িটা পরবো
গায়ে মাখবো দোলন চাপার ঘ্রান ,
কপালে দেবো সূর্য রাঙ্গা টিপ ,
ঠোঁটে সহস্র গোলাপ পাপড়ির আভা !
শুধু তোমার জন্য , তুমি এসে দেখে যাও,
ক্যামন করে এক একটা একলা বসন্ত আমি আমার খোঁপার ভাজে জমিয়ে রেখেছি !!
কোন এক ভরা পূর্নিমায় তুমি এসে আমার খোঁপার বাঁধন আলগা করবে!
বুক ভরতি তৃষা নিয়ে ,উন্মাতাল আমি তোমার বুকের পাজরে নিজেকে লুকাবো !
তুমি পরম যত্নে লালন করবে আমায় ,আমার অস্তিত্ব কে !
উষ্ণতায় সকল সপ্ন গুলো লেপটা লেপটি করে ,
অনুভুতির সোনালি চাঁদরে আচ্ছাদিত হবো আমরা দুজন !

৮৮১জন ৮৮১জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ