
আমি তো কবিতা লিখি না,
আমি শুধু তোমাকে অনুবাদ করি।
তোমার বুকের গহীনে যে রাস্তা মিশে গেছে..
আমি বারবার সেখানে হাঁটি,
তবুও মনে হয় …কেমন যেন অপরিচিত সেই রাস্তা।
অথচ প্রতিদিন আমি সেখানে ঘুরি, বসে জিরুই।।
তোমার সামনে এলেই আমি ব্যস্ত হয়ে পড়ি…
কবিতারা বৃষ্টির মতো নেমে যায়..
আমার মস্তিষ্ক বেয়ে কলমের ডগায়।
আমি শুধু অনুবাদ করি; তোমাকে,
তোমার কাশফুলের মতো হৃদয়টাকে।।
অনুবাদ করতে করতে একটা সময় মনে হয়
আমি বুঝি তোমায় ভালোই বাসি।
ভালোবাসতে বাসতে পরক্ষণেই মনে হয় ,
আমি হয়তো ভালোবাসতেই পারিনি।।
তবে! কেমন করে তোমার ভালোবাসার অনুবাদ করি?
কেমন করে তৃষ্ণা মেটাই বলো ;
আমি তো আজন্মের দহনে পোড়া তৃষ্ণার্ত পাপী।।
তোমাকে অনুবাদ করতে করতে যখন সামনে
পড়ে তোমার কাজল দিঘী চোখ,
দিঘীর মাঝখানে পদ্মফুল।
টলটলে জলে আমি নেমে পড়ি ; চিত্ত ভিজাই।
আমি তোমাকে অনুবাদ করতে করতে একটা সময়
বুঝতে পারি তোমার ভেতর ভালোবাসা ছাড়া অবশিষ্ট কিছু নাই।
১৬টি মন্তব্য
ত্রিস্তান
অসাধারণ প্রেমের কবিতা। প্রেমিক হৃদয়ে কতো শত সহস্র সাধ জাগে তার প্রেমিকাকে নিয়ে। অনেক সুন্দর হয়েছে।
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা ছাড়া কিছু না থাকা এ তো বিরাট সুখবর। এমন কপাল কজনের হয় বলুন!!
তাই অনুবাদ চলতে থাকুক ভালোবাসায়, প্রেমে আর আমরা পড়ে পড়ে ধন্য হই।
শুভ কামনা অবিরাম।।।
মনিরুজ্জামান অনিক
কি সুন্দর বললেন।
ভালোবাসা জানবেন।
বোরহানুল ইসলাম লিটন
নিবিড়ে গড়লে বনলতা সেন বাস
অন্তর হয়ে উঠে জীবনানন্দ দাস।
সুন্দর উপলব্ধিতে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানবেন।
হালিমা আক্তার
ভালোবাসার অনুপম রচনা। অনুবাদের ছন্দে ছন্দে চলুক কবিতা লেখা। আমরা পড়ে যাই ভালোবাসার কবিতা।শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানবেন।।
রেজওয়ানা কবির
সত্যি বলতে আপনার লেখার প্রত্যেকটা লাইন আমার মনে গেঁথে গেলো। চমৎকার অনুভূতি। ক্যাপশনের ছবিটাও দারুন।
আসলে আমি তোমাকে যতই অনুবাদ করি না কেন???আমার ভিতর তোমার প্রতিনিয়তই বসবাস।। ভালোবাসি তাই।।।
মনে হলো নিজের কথা। আপনি অনুমতি দিলে এই লেখাটি আমি আবৃত্তি করতে চাই।।।
শুভকামনা।
মনিরুজ্জামান অনিক
জ্বি অবশ্যই।
আপনি আবৃতি করুন।
আমি খুব খুশী হয়েছি।
ভালোবাসা জানবেন সুহৃদ।
মনিরুজ্জামান অনিক
কবিতাটি কি আবৃতি করেছেন?
আরজু মুক্তা
যে কবি আশাবাদী, এমন কবিকে আমার ভালো লাগে।
শুভ কামনা
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানবেন কবি।
আপনার সুস্থতা কামনা করছি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালবাসার অপূর্ব প্রকাশ — তোমাকে অনুবাদ করতে করতে যখন সামনে
পড়ে তোমার কাজল দিঘী চোখ,
দিঘীর মাঝখানে পদ্মফুল।
টলটলে জলে আমি নেমে পড়ি ; চিত্ত ভিজাই।
মনিরুজ্জামান অনিক
ভালোবাসা জানবেন গুণী।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও ভালবাসা আর শুভ কামনা রইলো প্রিয় সুহৃদ।