অনুপস্থিতি

আরজু মুক্তা ৪ জুন ২০১৯, মঙ্গলবার, ১০:৫৬:১৭পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

তোমার অনুপস্থিতি
সৃষ্টি করে তীব্র শূন্যতা
দিন বেয়ে মাস
মাস বেয়ে বছর!!

ক্ষুধা মন্দা, অরুচি
মাথার ভেতর কতো কথা
চোখের সামনে তুমি!!

ভেবেছিলাম মৃত্যুই শ্রেয়!
আবেগে অন্ধ হলাম
বোবা হলাম,বধির হলাম
ভয়ংকর অবিশ্বাস জমা হলো!!

আলোরা টেনে তুললো
টেইলর সুইফটের গান শুনি
কিটস এর কবিতা পড়ি
নীলগিরি যাই মেঘ ছুঁতে!!

তুমি চলে গেছো বলে
আর কষ্ট পাইনা !!
কষ্ট পাই এই ভেবে
আমি তোমাকে ভালোবেসেছিলাম!!

 

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ