তোমার অনুপস্থিতি
সৃষ্টি করে তীব্র শূন্যতা
দিন বেয়ে মাস
মাস বেয়ে বছর!!
ক্ষুধা মন্দা, অরুচি
মাথার ভেতর কতো কথা
চোখের সামনে তুমি!!
ভেবেছিলাম মৃত্যুই শ্রেয়!
আবেগে অন্ধ হলাম
বোবা হলাম,বধির হলাম
ভয়ংকর অবিশ্বাস জমা হলো!!
আলোরা টেনে তুললো
টেইলর সুইফটের গান শুনি
কিটস এর কবিতা পড়ি
নীলগিরি যাই মেঘ ছুঁতে!!
তুমি চলে গেছো বলে
আর কষ্ট পাইনা !!
কষ্ট পাই এই ভেবে
আমি তোমাকে ভালোবেসেছিলাম!!
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
যাবার সময় যেতেই হই
শুন্যতা অকরমতা জেকে যাই
বেচে থাকার ইচ্ছা না হলেও বেচে থাকতে হই
ভালবাসা ছিল বলেই স্বরি তারেই।
আরজু মুক্তা
একদম ঠিক বলেছেন
মাছুম হাবিবী
তুমি চলে গেছো বলে এখন আর কষ্ট পাইনা
কষ্ট পাই এই ভেবে
আমি তোমায় ভালোবেসেছিলাম।।
অসাধারণ একটি কবিতা
আরজু মুক্তা
আমারও উৎসাহ বাড়লো
তৌহিদ
ভালোবেসে কাছে পাওয়ার চেয়ে দূরে কেউ চলে গেলেই তার মর্ম উপলব্ধি করা যায়। না হলে এত সুন্দর কবিতা আমরা পেতামনা☺
ঈদ মোবারক আপু।
আরজু মুক্তা
ওয়াও!!মন্তব্য ফার্স্ট ক্লাস ফার্স্ট।।
শুভকামনা!!
তৌহিদ
ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
ভালোবাসার দারুন উপলব্ধি তুলে ধরেছেন দেখছি, এ লেখায়।
তারপরেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
আরজু মুক্তা
জিপসি মেয়ের কি খবর?ঈদে দেখা সাক্ষাত হবে তো?
ছাইরাছ হেলাল
খোঁজ জারি আছে, দেখি কোন চুলোয় ফাগুন উস্কে দিচ্ছে!!
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা,
পড়ুন, লিখুন আরো নিয়মিত।
শুভ কামনা।
আরজু মুক্তা
কবিতার ফুলঝুড়ি ফুটছে।।
এবার গল্প
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
দারুণ লেখনী দিদি।
আরজু মুক্তা
শুভকামনা
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেছেন ,
ঈদের শুভেচ্ছা রইল আপু 🌹🌷
আরজু মুক্তা
জি,শুভকামনা