কোথাও ছোটো একটা ভুল রয়ে গেছে অদিতি, তুমি বুঝতে পারছোনা, কিংবা বুঝেও না বুঝার অভিনয় করছ। অদিতি এ অভ্যাস তোমার নতুন নয়, তবে আমাকে ছেড়ে যাওয়ার জন্য এমন গো ধরবে তা স্বপ্নেও ভাবিনি কোনো দিন।
অদিতি মনে আছে সে রাতের কথা? যেদিন প্রথম আমার মুঠোফোনে ছোট ছোট মিসকল দিয়েছিলে? অপরিচিত নাম্বার আর গভীর রাত, ফোন ধরা হয়নি আমার, ঘুম থেকে উঠে সে অভিমান আমি ধরতে পেরেছিলাম। আমি জানতাম এ তোমার ফোন ই ছিলো।
ক্লাসে যখন জানতে চাইলাম কিরে অদিত্ত্যা ফোন করছিলি? তোমার শান্ত সে জবাব আমায় বিস্মিত করেছিলো! কি নিদারুন কন্ঠে বলেছিলে বাবা, মা আকীকা করে নাম রেখেছে, আমাকে ডাকতে হলে অদিতি বলে ডাকবা, আর আজ থেকে তুই নয় তুমি করে কথা বলতে পারলে এসো।
সেদিন ই বুঝেছিলাম, কিছু একটা ঘটতে চলেছে। কিন্তু আজ কোথায় তুমি আমার অদ্বিতীয় ভালবাসা অদিতি?
জানি তুমি এ চিরকুটটি দেখবেনা কোনদিন, ভালো থেক অদিতি।
১৫টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
না লেখা চিঠি মনে মনে কত সাজিয়ে রাখি।
হৃদয়ের স্পন্দন
হ্যা সাজাই, সত্যি বলেছেন শুধু দেওয়া হয়না আর!!!
মিথুন
অদিতির ঠিকানা বলুন, প্রকাশ করে দিয়ে আসি 🙂 ———
হৃদয়ের স্পন্দন
থাকুক না কিছু অপ্রকাশিত, দুঃসাহস দেখাবার জন্য ধন্যবাদ 😀
খেয়ালী মেয়ে
ভালো থেক অদিতি 🙁
হৃদয়ের স্পন্দন
হ্যা ভালো থাকুক অদিতি
প্রহেলিকা
লেখা যেন লেখাই হয়, লেখার কোন কিছুই যাতে বাস্তবতায় না আসে সেই কামনা করি। কেমন আছেন আপনি?
হৃদয়ের স্পন্দন
আপনাদের দোয়াতে ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? লেখা শুধু লেখা বাস্তব নয় তবে দীর্ঘশ্বাস, একা একা আর কত বাস
শুন্য শুন্যালয়
অদ্বিতীয় ভালবাসা অদিতি। বাহ্। এমন অপ্রকাশিত চিরকুট প্রকাশিত হোক, জানুক অদিতি।
হৃদয়ের স্পন্দন
অদিতি অস্তিত্ব সংকটে আছে, জানবে কোনো একদিন মনে হয় :v
ছাইরাছ হেলাল
চিরকুটের একটি সিরিজ হতে পারে।
কল্পনার বেশ সুন্দর প্রকাশ আপনার লেখাতে।
হৃদয়ের স্পন্দন
সিরিজেই যত ঝামেলা, বেশ কিছু লেখার পরেই খৈ হারায় ফেলি 🙁
বনলতা সেন
আরো ভাল করে চেষ্টা করতে হবে অদিতির জন্য।
হৃদয়ের স্পন্দন
দোয়া রাখবেন যেনো চেষ্টার ত্রুটি না হয় -{@
অরণ্য
ভাই হৃদয়ের স্পন্দন, চিরকুট টা বেশ। শিরোনামে একটি শব্দ ব্যবহার করেছেন ‘অপ্রকাশিত’। যদি এমন হয়, লেখাগুলি আগের কিন্তু এখন প্রকাশ করছেন, তো বেশ। যদি এমন হয়, প্রচন্ড টাটকা লিখা, তাও লিখে যান। অদিতি না জানলেই আমি বেশি খুশি হব। 😀