প্রিয় অতীত,
তুমি জেনে খুশি হবে যে আমি তোমাকে ভুলতে পেরেছি। তোমার দেওয়া প্রেম, ভালোবাসা, আঘাত যন্ত্রণা ভুলে ভালো আছি আমি। খুব ভালো আছি।
প্রিয় বর্তমান,
তোমার সাথে থাকলেও আমি তোমাকে কখনো ভালোবাসতে পারিনি। তাই তোমার থাকা না থাকা নিয়ে আমি চিন্তিত নই। বরং তুমি যতো দ্রুত চলে যাবে আমার থেকে ততোই ভালো থাকবো আমি।
প্রিয় ভবিষ্যৎ,
তুমি কতো দূরে কোথায় আছো আমাকে ছেড়ে? তোমাকে ছাড়া যে একটা মুহূর্ত ভালো লাগে না আমার। তুমি যতো দ্রুত পারো আসো আমার কাছে। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি।
পাগলের মতো ভালোবাসি। তাইতো তোমার থেকে দূরে থাকতে ভীষণ কষ্ট হয় আমার। তুমি কি জানো না?তোমাকে না দেখতে পেয়ে পাগলীনি বেসে ঘুরছি পথে পথে। আমি জানি কেবল তুমিই পারো আমাকে ভালো রাখতে, আগলে রাখতে। তুমি তো জানোই আমি তোমাতেই সুখী, তোমাতেই সবচেয়ে বেশি আয়সী। ভালোবাসি আমি কেবল তোমাকেই ভালোবাসি।
ইতি,,,,,,

১৫টি মন্তব্য
নিরব সাগর
এতো পরিকল্পনা করেন কিভাবে ।
সুরাইয়া পারভিন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন
কামাল উদ্দিন
আশা নিয়েই মানুষের বেচে থাকা। আশাগুলো ভবিষ্যতে সফল করার তাড়নায় ভবিষ্যৎকেই আমরা কামনা করি। তবে সব ভবিষ্যৎই ভালো হবে এমনটা কিন্তু নয়।
………….শুভেচ্ছা জানিয়ে গেলাম আপু।
সুরাইয়া পারভিন
ঐ যে আশায় বাঁচে চাষা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
অতীত ভুলে যাওয়াই উত্তম,
বর্তমান কান্না করবে তো,
হে ভবিষ্যৎ অতি দ্রুত চলে এসো, তোমাকে না দেখতে পেয়ে পাগলীনি বেসে ঘুরছি পথে পথে এক কবি,
আমরা এই দৃশ্য আর সহ্য করতে পারছি না 🙁
ব্যতিক্রমী চিঠিটি অনেক ভালো লাগলো।
সুরাইয়া পারভিন
হা হা হা হা ভাইয়া 😛😛
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ ব্যতিক্রমী একটি চিঠি। এতো ভালো লাগলো। শুভ কামনা রইল
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
প্রদীপ চক্রবর্তী
চিঠিতে একসাথে এতো ভাবনা কেমন করে কী দিদি?
অনন্য এক অনবদ্য প্রকাশ।
ভালো লাগলো দিদি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
কৃতজ্ঞতা অশেষ
সাবিনা ইয়াসমিন
তিনটি ধাপে তিন চিঠি!
কিন্তু তিন চিঠিতেই একটি মিল,
সুপ্ত অভিমান।
ভালো লাগল,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
আরজু মুক্তা
বাহবা, কেমনে তিন সময় মিলিয়ে নিলেন? ভালো লাগলো চিঠিটি।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন