অতীত বর্তমান ভবিষ্যৎ

সুরাইয়া পারভীন ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৬:২৫:০০অপরাহ্ন চিঠি ১৫ মন্তব্য

প্রিয় অতীত,
তুমি জেনে খুশি হবে যে আমি তোমাকে ভুলতে পেরেছি। তোমার দেওয়া প্রেম, ভালোবাসা, আঘাত যন্ত্রণা ভুলে ভালো আছি আমি। খুব ভালো আছি।

 

প্রিয় বর্তমান,
তোমার সাথে থাকলেও আমি তোমাকে কখনো ভালোবাসতে পারিনি। তাই তোমার থাকা না থাকা নিয়ে আমি চিন্তিত নই। বরং তুমি যতো দ্রুত চলে যাবে আমার থেকে ততোই ভালো থাকবো আমি।

প্রিয় ভবিষ্যৎ,
তুমি কতো দূরে কোথায় আছো আমাকে ছেড়ে? তোমাকে ছাড়া যে একটা মুহূর্ত ভালো লাগে না আমার। তুমি যতো দ্রুত পারো আসো আমার কাছে। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি।
পাগলের মতো ভালোবাসি। তাইতো তোমার থেকে দূরে থাকতে ভীষণ কষ্ট হয় আমার। তুমি কি জানো না?তোমাকে না দেখতে পেয়ে পাগলীনি বেসে ঘুরছি পথে পথে। আমি জানি কেবল তুমিই পারো আমাকে ভালো রাখতে, আগলে রাখতে। তুমি তো জানোই আমি তোমাতেই সুখী, তোমাতেই সবচেয়ে বেশি আয়সী। ভালোবাসি আমি কেবল তোমাকেই ভালোবাসি।

ইতি,,,,,,

৯৬৪জন ৮৪৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ