ট্যাগ সাহাযের আবেদন

কোন মুখ শুকিয়ে কাঠ হয়ে যাক এমন স্বপ্ন আমি দেখিনা, ষোল কোটি মানুষ একটি জীবন ঝরে যেতে দিবে, এমন কথাও ভাবি না। এসো হে মানুষ ভাই, এসো হে বাঙ্গালী, অনামিকাকে বাঁচাতে আবার আমরা, হাতে হাত ধরি। অনামিকা বাঁচবে, আবারো হাসবে, অনামিকারা আমাদের ভালোবাসার পুষ্প হয়ে রইবে ফুটে। অনামিকা মেলবে পাখা মুক্ত সুখে কইবে কথা। অনামিকা [ বিস্তারিত ]

সংরক্ষণাগার

ফেইসবুকে সোনেলা ব্লগ