ট্যাগ শুধু তুমি মধ্যমা!/তুমি আমি তোমরা…

শুধু তুমি মধ্যমা

তাপসকিরণ রায় ২৩ অক্টোবর ২০১৩, বুধবার, ১১:৫০:২৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
ভালবাসা ছড়িয়ে ছিটিয়ে গেছে... শুধু তুমি মধ্যমা। নিলয় অন্ধকারে মোহিনী এ রাত জাগা, স্মৃতি উৎসের মুখ খুলে সহস্র উদ্গার, দেখ তুমি আমি তোমরা... ভালবাসি উন্মুক্ত জ্যোৎস্না, শৈশব কৈশোর ও জোয়ার যৌবনের স্বপ্ন মন্থন অনুরাগ, রং- চশমার ছায়ায় রাত জেগে আছি দেখো, শুধু তুমি মধ্যমা! আর সব টুকরো টুকরো ছেড়া স্মৃতি জাল।

সংরক্ষণাগার

ফেইসবুকে সোনেলা ব্লগ