ছবিতে রঙ দিতে তখনো বাকি আছে কিছুটা। মুখটা প্যাঁচার মতো গোমড়া করে বসে আছে রশ্মি। কোথাও যেন একটু ভুল হয়েছে। অসমাপ্ত ছবির দিকে তাকিয়ে দিকে তাকিয়ে মন খারাপ হয়ে যাচ্ছে বারবার। ছবিটা সত্যি মন খারাপের। "না আর রঙ দিয়ে লাভ নেই। অসমাপ্তই থাকুক ছবিটা।" মনে মনে একথা বলে বারান্দায় এসে দাঁড়ালো রশ্মি। বাইরে তাকিয়ে মনটা [ বিস্তারিত ]