১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, টানা নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, ৩০লক্ষ শহীদের জীবন উৎসর্গ এবং ২লক্ষ মা-বোনের ইজ্জ্বতের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতার মাহেন্দ্রক্ষণ, বিজয়ের স্বাদ। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে যারা জন্ম নিয়েছি তারা হয়তো কখনোই অনুভব করতে পারবো না কতো দুঃসহ বেদনাকে বরণ করে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। আমরা কখনই অনুভব করতে পারবো [ বিস্তারিত ]