ভাবিছ এখন যাকে সখা, সেই তোমাকে ফেলিবে একা। আলোতে সবি, আঁধারেতে নাই, কালে পালাবে দেখিবে সবাই। সদানন্দে-স্বউল্লাসে, কাঠিছ প্রহর গুলি। আলোর সখা নিয়ে, আছ মেতে, আঁধার ভুলি। করিছ খেলা, চলিছে বেলা, দিবস-যামিনী সবে। আসিবে সন্ধা, রহিবে একেলা, থাক অপেক্ষায়-কে আসে কবে? আঁধার আসিলে পরে, প্রদিপ নাহি খুজে পাবে। কাটাও দিবস তারে স্মরে, তবেই আঁধারে বন্ধু [ বিস্তারিত ]