দ্বিতীয় বারের মত বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাওয়াশ করলো নিউ জিল্যান্ডকে। ১৬ কোটি বাঙ্গালী বুক চিতিয়ে বলছে সাবাশ বাংলাদেশ সাবাশ। মাঠে ওরা ছিলো ১১ জন। সাথে ছিলো ১৬ কোটি হৃদয়ের আশির্বাদ। আজ যেন বিশাল টার্গেটের সামনে আশির্বাদের পুষ্পবৃষ্টি জানান দিলো বাঙ্গালীরা জয়ের জন্য লড়াই করে, মরার আগে মরে না। স্মরণকালের শ্রেষ্ঠ ওয়াশ, নাম তার বাংলাওয়াশ। কিছু [ বিস্তারিত ]