আমার এ আঁধার ঘেরা জগত, দুঃস্বপ্নের জালে বোনা। অবচেতন মনে ধূসর মেঘের ক্যানভাসে, ধোয়াটে কল্পনা ফুটিয়ে তোলার- অব্যর্থ চেষ্টা। মাঝে মাঝে, ক্ষণিকের জন্য, শুভ্র মেঘের স্পর্শ পাওয়ার- ব্যর্থ আরাধনা। হয়তো বা স্বপ্ন খুঁজতে চেয়ে, ক্ষণিক এর তরে- আলোয় হারানোর চেষ্টা। দুঃস্বপ্নের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা। আশা-নিরাশার মাঝে- দ্বিধা নিয়ে বসে থাকা। কখনও [ বিস্তারিত ]