Quality is better than quantity!
গতকাল ফেসবুকে লিখেছিলাম,
“পঙ্গপালের মতো যে চক্রবৃদ্ধিহারে ইতর বাড়ছে দেশে, বুঝা যাচ্ছে তো?
ইতরের পাল্লা কোনদিকে ভারী বেশি, ফেসবুকের পাতায় একটু মনযোগ দিলেই দেখতে পাবেন। দুজনের মৃত্যুতে একজনের বেলায় হা হা রিএক্ট একটাও খুঁজে পাবেন না। আর আরেকজনের বেলায় হা হা রিএক্ট বেশ কয়েকটাই দেখা যাচ্ছে। সমীকরণটা এখানেই স্পষ্ট।”
পাবলিক রিএয়্যকশনের ভিত্তিতে এ লেখাটা লিখেছিলাম।
আর অনলাইন পোর্টালগুলোর পাবলিক মন্তব্যগুলোতে নজর দিলে এর আরও বিকৃত রূপ দেখা যাবে।
আজ বলি আশার কথা।
ওই যে প্রথমেই একটা ইংরেজি বাক্য দিয়ে শুরু করলাম Quality is better than quantity অর্থাৎ পঙ্গপাল দিয়ে দলে ভারী হলেই বা কী যদি মানে উন্নত না হয়? বিপরীতে বুদ্ধিদীপ্ত গোটা ক’জনই শক্তি।
দুজন মুক্তিযোদ্ধার পরপর মৃত্যুতে একজনের বেলায় কোন হা হা রিএক্ট নাই, এর বার্তা কী? বার্তা হচ্ছে, তাঁর বিরোধীপক্ষ তাঁর অপকর্মের ( অপকর্মের বিবরণ তো আর নতুন করে বলার কিছু নেই) কঠিন সমালোচক হলেও তাঁরা যে মানসম্মত, চিন্তাশীল পর্যায়ের, বিবেকবিবর্জিত নয়, স্থান-কাল-পাত্র বিবেচনায় রেখে পথ চলেন এটা স্পষ্ট হলো। এটাই আশার আলো।
স্পষ্টভাষী বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন খান বাদল বিরোধী শিবিরের কাছে কতোটা যন্ত্রণার কারণ ছিলেন, নিচে জুড়ে দেয়া তাঁর বক্তব্যটুকুন পড়লেই তা স্পষ্ট হবে। হবিগঞ্জের ঐতিহাসিক শিরিষতলা মাঠে কিবরিয়া হত্যার প্রতিবাদে ১৪ দল আয়োজিত জনসভায় তাঁর বক্তব্য-
“বাংলাদেশে হেলিকপ্টার কিসের জন্য কেনা হয়েছে? চানাচুর বিক্রি করার জন্য? মিস্টার জমিরউদ্দিন সরকার, আপনার পার্লামেন্টের একজন প্রবীণ মেম্বার শুধু তাই নয় আন্তর্জাতিকভাবে সুখ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব শাহ্ এ.এম.এস. কিবরিয়া গ্রেনেডের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কন্টিনিউয়াসলি ব্লিডিং হতে হতে বিনা চিকিৎসায় মারা গেল! আপনি স্পিকার হয়ে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারলেন না? আপনিও খুনীদের একজন।”
হাজার হাজার জনতার সামনে সেদিন বলেছিলেন- “হে হবিগঞ্জবাসী, আমি মাঈনুদ্দিন খান বাদল আপনাদের বলে যাচ্ছি আপনাদের সন্তান কিবরিয়া ভাইয়ের রক্তের দাগ কখনো মুছবে না, কিন্তু খুনী খালেদা- জামাত সরকার চিরদিনের মতো এদেশ থেকে মুছে যাবে।”
এভাবেই তিনি আপোষহীন স্পষ্টভাষায় সত্যকে ছুড়ে দিতেন। তাঁর স্পষ্ট বাক্যবাণে তারা কতোটা বিব্রতবোধ করতো, তাঁর পরলোকগমনে তাদের হা হা রিএক্ট তাই প্রমাণ করে। আর সততার বর্ণনায় এটুকুই বলা যায়, ১২ বছর সাংসদ থেকেও তিনি এমপিদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি নেন নি।
স্যালুট হে বীর মুক্তিযোদ্ধা!
মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে ঘায়েল করতে একপাল ইতর প্রকৃতির অনলাইন এক্টিভিস্ট তৈরি করলেই যে জিতে যাওয়া যায়না, ওদের হা হা রিএক্টই এর ফল। সুস্থধারাকে অসুস্থতা দিয়ে কাবু করা যায় না রে পাগলা, অন্তরে সততা থাকতে হয়। অন্তরে সততা ছিলো বলেই সমরাস্ত্রে সজ্জিত একটি সুশৃঙ্খল পাক আর্মি বাহিনীকে নিরস্ত্র মুক্তিবাহিনী মাত্র নয়মাসে নাকে খত দিয়ে বিদায় করেছিলো।
কাজেই বিশাল পঙ্গপাল থাকলেই হয়না, মানসম্মত গোটাকয়েকের শক্তির কাছে পঙ্গপাল নস্যি।
উজবুক, তোমরা বগল বাজাও!
আমরা মানুষ খুঁজি, মানুষ ভজি।
১৫টি মন্তব্য
হালিম নজরুল
Quality is better than quantity.
Exactly.
মারজানা ফেরদৌস রুবা
Thanks.
তৌহিদ
মানুষ যখন মারা যায় তাকে নিয়ে আর আলোচনা সমালোচনা করা অর্থহীন আমার মতে। দু’জন বীর মুক্তিযোদ্ধাকে হাড়ালাম আমরা এটাই সবচেয়ে বড় কথা। অনলাইনে সামাজিকতার থেকে এখন অসামাজিক জিনিসগুলিতেই কিছু মানুষের আগ্রহ বেশী। এদের মানসিক সমস্যা আছে। না হলে শোকের সংবাদেও হা হা রিয়াক্ট দেয় কি করে?
মারজানা ফেরদৌস রুবা
বিজ্ঞানভিত্তিক শিক্ষার পরিবর্তে মাদ্রাসাভিত্তিক শিক্ষা প্রসারের দিকে সরকার অধিক মনযোগী। যদি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে কূপমণ্ডূকতা দূরীকরণের চেষ্টা থাকতো, তাহলেও হয়তো এভাবে ধর্মান্ধের সংখ্যা বাড়তো না।
বর্তমান বিশ্বে ধর্মান্ধতাই মানসিক ব্যাধিতুল্য।
জিসান শা ইকরাম
বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন খান বাদল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি একজন অনুকরনীয় ব্যক্তিত্ব।
শুভ কামনা।
মারজানা ফেরদৌস রুবা
অবশ্যই অনুকরণীয়। তাঁর সততা, নিষ্ঠা, সাহসিকতা অতুলনীয়।
প্রদীপ চক্রবর্তী
সত্যি তাই বিশাল পঙ্গপাল থাকলেই হয়না, মানসম্মত গোটাকয়েকের শক্তির কাছে পঙ্গপাল নস্যি।
উজবুক, তোমরা বগল বাজাও!
আমরা মানুষ খুঁজি, মানুষ ভজি।
এই পঙ্গপালের সংখ্যা কিন্তু দিনদিন বেড়েই চলছে।
.
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁহার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এমন মানুষ ফিরবে না আর এই বাংলা।
মারজানা ফেরদৌস রুবা
মানুষ খুঁজেন, মানুষ ভজেন, তবেই মানুষ পাবেন।
আবারও বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের প্রতি শ্রদ্ধা নেব্দন করে গেলাম আপনার এখানে।
সঞ্জয় মালাকার
বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন খান বাদল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
সত্যি তাই বিশাল পঙ্গপাল থাকলেই হয়না, মানসম্মত গোটাকয়েকের শক্তির কাছে পঙ্গপাল নস্যি।
মারজানা ফেরদৌস রুবা
মানসম্মত মানুষ হতে পারাটাই জীবনের শ্রেষ্ট পাওয়া।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ জানাবেন দিদি।
এস.জেড বাবু
সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যাবহার হচ্ছে এমন রিয়েক্ট এর মিনিং বুঝে রিয়েক্ট করেন এমন লোক ক’জন তা ও ভাববার বিষয়।
মানসম্মত গোটাকয়েকের শক্তির কাছে পঙ্গপাল নস্যি।
চমৎকার সত্যি বলেছেন।
মারজানা ফেরদৌস রুবা
অনেকেই এমনটা করেন।
সুরাইয়া পারভিন
সুস্থধারাকে অসুস্থতা দিয়ে কাবু করা যায় না রে পাগলা, অন্তরে সততা থাকতে হয়। অন্তরে সততা ছিলো বলেই সমরাস্ত্রে সজ্জিত একটি সুশৃঙ্খল পাক আর্মি বাহিনীকে নিরস্ত্র মুক্তিবাহিনী মাত্র নয়মাসে নাকে খত দিয়ে বিদায় করেছিলো।
দারুণ বলেছেন
মারজানা ফেরদৌস রুবা
তাইতো! যুগে যুগে তাই প্রমাণ হয়েছে।